বিএনপিকে আবারো কথা বলেছেন দেশের বর্তমান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির নির্বাচন এবং বর্তমান আন্দোলন নিয়ে কথা বলেন খোলাখুলি।
তথ্যমন্ত্রী জানান, বিএনপি ২০১৪ সালে নির্বাচন থেকে পালিয়ে যায়।এরপর ২০১৮ সালের নির্বাচনে দেশের অন্যান্য দলের সাথে জোট বেধে নির্বাচনে অংশ নেয়। সে সময়ে তারা ৫ টি আসন পেয়েছিল। এবারের নির্বাচনেও যদি বিএনপি একই কৌশল নিয়ে থাকে তাহলে তারা ৫ টির বেশি আসন পাবেন না।
এ সময়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, বিএনপি এবার সরকারের অধীনে করা নির্বাচনে কোন ভাবেই অংশ নেবে না এ ব্যাপারে আপনি কি বলবেন, এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন নির্বাচন তো সরকারের অধীনে হয় না হয় নির্বাচন কমিশনের অধীনে। কাজেই বিএনপির এসব বলা চিরচারিত একটি ব্যাপার। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে এর অন্যথা হওয়ার কোন সুযোগ নেই।
সব শেষে বিএনপির করা আন্দোলনের প্রশ্নের ভিত্তিতে তথ্যমন্ত্রী জানান, বিএনপির এসব আন্দোলনের কারনে জনজীবন ব্যহত হচ্ছে। এটা কোন ভাবেই বরদাশত করা হবে না। যে কোন ভাবেই এটা রুখে দেয়া হবে।