৪ দিনের সফরে ভারতের উদ্দেশ্যে আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা ত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের থাকলেও শারীরিক অসুস্থতার কারনে তিনি এ সফর থেকে বাদ পড়েন।
তবে প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক পিনাকী ভট্টাচার্য।
পাঠকদের উদ্দেশ্যে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
কে কাকে কীভাবে রিসিভ করলো সেটা দিয়েই বুঝা যায় সেই রাষ্ট্র তাকে কেমন চোখে দেখে। একসময় মোদি এসে রিসিভ করতো, এখন যাকে তাকে রিসিভ করতে পাঠায় এক অখ্যাত প্রতিমন্ত্রীকে। ভারতকে যা দিয়েছে হাসিনা সেটা ভারত সারাজীবন মনে রাখেনি। কেউ কথা রাখেনা।
এদিকে প্রধানমন্ত্রীর এ সফরে কোনো কল্যাণ দেখছেন না বিএনপির নেতাকর্মীরা