৪ দিনের সফরে গত সোমবার (৫ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর একদিন পরেই তিস্তা ও অন্যান্য নদীতে পানির নিম্ন প্রবাহের বিষয়টি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। যেখানে প্রধানমন্ত্রীকে তিস্তার পানি না দিলে ইলিশও না দেয়ার কথা বলতে শোনা যায়।
আর এ বিষয়ে এবার নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য।
পাঠকদের উদ্দেশ্যে তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
পশ্চিমবঙ্গের দাদারা পদ্মার ইলিশ চান, কিন্তু পদ্মায় পানি দিবেন না।
কোন আক্কেলে পদ্মার পানি আটাকায়ে ইলিশ মাছ চান বাংলাদেশ থেকে? ইলিশ পয়দা হবে কীভাবে নদীতে যদি পানি না থাকে? অদ্ভুত মানসিকতা রে বাবা।
হাসিনা যা দিচ্ছে আখেরি ইলিশ খাইয়া নেন। হাসিনা তো আর বেশীদিন নাই।
হাসিনারে যখন বাংলাদেশের মানুষ উৎখাত করবে তখন পদ্মায় পানি ছাড়বেন তারপরে ইলিশ পাবেন। সিম্পল হিসাব।
এদিকে এ ভারত সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থার কারনে যেতে পারেননি তিনি। তবে অনেকেই মনে করছেন যে, তাকে ইচ্ছা করেই এ সফর থেকে বাদ দেয়া হয়েছে।