Friday, March 24, 2023
বাড়িEntertainmentগোপনে বিয়ে গুঞ্জনের মধ্যেই শামীম-অহনা বল্লেন আলহামদুলিল্লাহ আমরা এটা করেছি

গোপনে বিয়ে গুঞ্জনের মধ্যেই শামীম-অহনা বল্লেন আলহামদুলিল্লাহ আমরা এটা করেছি

Ads

বাংলাদেশের বিনোদন জগতের তারকাদের নিয়ে নানা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় শোনা যায় এবং সেই সাথে দেখা যায় তাদের এই সকল খবর তাদের ভক্ত অনুরাগীরা বিভিন্নভাবে নিয়ে থাকে। সম্প্রতি ছোটপর্দার অন্যতম জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমান এর বিয়ের খবর নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল

এরই মধ্যে একসঙ্গে দুই ডজন নাটকের কাজ শেষ করেছেন তারা। এ উপলক্ষে কেক কেটে উদযাপন করেন দম্পতি। সম্প্রতি, অহনা নেটিজেনদের কেক কাটার মুহূর্তের ভিডিও দেখার সুযোগ দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এত অল্প সময়ে দুই ডজন কাজ, আলহামদুলিল্লাহ।’

অন্যদিকে শামীম হাসান সরকার তার ওয়ালে অহনার পোস্ট শেয়ার করে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমরা এটা তৈরি করেছি। আরও যেতে হবে।’ দুজনেই তাদের পোস্টে একে অপরকে ট্যাগ করেছেন। একটি লাভ ইমোজি যোগ করা হয়েছে.

 

উল্লেখ্য, সম্প্রতি গোপনে বিয়ে করা নিয়ে আলোচনায় আসেন শামীম-অহনা। মূলত, অভিনেতাই বিষয়টিকে মজার উপায়ে উস্কে দেন। ২২ জানুয়ারি মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে ‘বিয়ের হলফনামা’ প্রকাশ করেন শামীম। অহনাকে ট্যাগ করা পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

 

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments