বাংলাদেশের জাতীয় নির্বাচন আসন্ন রয়েছে। এবং এই নির্বাচন নিয়ে দেখা গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তোড়জোড় শুরু হয়েছে তবে এদেশের নির্বাচন ব্যবস্থা বিতর্কের মুখে থাকে সর্বদা।ভোটার আগের রাতে বলতে সিল মারার অভিযোগ এর কথা ও প্রচলিত রয়েছে ।এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে আসা জাপানি রাষ্ট্রদূত। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছে লেখক শামসুল আলম। নিচে সেটি তুলে ধরা হল-
জাপান হলো আমেরিকার মিত্র দেশ। সেখানে তিনি স্টেট ভিজিট করবেন, আবার দেশে রাশান ফরেন মিনিস্টারকে ইনভাইট করবেন, এটা আমেরিকা মেনে নিবে কি করে?
তাই জাপান যাওয়ার আগে জাপান রাষ্ট্রদূত প্রকাশ্যে যখন বলে “পুলিশ আগের রাতে ভোট ডাকাতি করেছিল” তো সেই প্রধানমন্ত্রী কি করে জাপানের মত সভ্য গণতন্ত্রের দেশ অভ্যর্থনা জানাবে? হেড অব গভর্নমেন্টের ভিজিটের আগে হোস্ট কান্ট্রির রাষ্ট্রদূতের এমন বক্তব্য শিষ্টাচারে পড়ে না। তার মানে, জাপানকে ঠেলা দিয়েছে বড় ভাই। এ পরিস্থিতিতে ভিজিটটা বাতিল হওয়া ছাড়া উপায় নাই।
আমি অন্তত অর্ধশতাধিক স্টেট ভিজিট বা আয়োজনের সাথে যুক্ত ছিলাম। আমার হিসাব বলে এরকম নজিরবিহীন স্টেটমেন্ট দেয়ার পরে ভিজিট থাকতে পারে না