ফর্মে তেমন না থাকায় বিগত বেশকিছু দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে নেটিজেনদের নানা আলোচনা-সমালোচনার শিকার হতে হচ্ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটসম্যান ও উইকেট কিপার মুশফিকুর রহিমকে। আর এরই আলোকে সম্প্রতি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে টি-টুয়েন্টি অবসরের ঘোষণা দেন তিনি।
গেল শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছিলেন তিনি। চার বছরের বেশি সময় ধরে টি-টোয়েন্টিতে ব্যাট হাতে মুশফিকের পারফরম্যান্স ভালো হয়নি।
এমন পারফরম্যান্সের পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তার জায়গা হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তার আগেই টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন মুশফিক।
মুশফিকের এই সিদ্ধান্তের কথা ফেসবুকে পোস্ট করেছেন মুশফিকের সতীর্থ তামিম, রিয়াদ, আফিফ, রুবেল, তাসকিন। মুশফিকের জায়গায় উইকেটরক্ষকের গ্লাভস পাওয়া নুরুল হাসান সোহানও বাদ যাননি।
মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, মুশফিকের অবসরের ঘোষণা হৃদয়বিদারক।
সবার প্রতিক্রিয়া সত্ত্বেও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান নীরব। মুশফিকের অবসর নিয়ে এখনো কিছু বলেননি তিনি।
সোমবার বাংলাদেশ হকি ফেডারেশন ফ্র্যাঞ্চাইজি লিগের ফ্র্যাঞ্চাইজি ঘোষণা অনুষ্ঠানে সাকিবকে দেখে সাংবাদিকরা মুশফিকের অবসর নিয়ে প্রশ্ন করেন। কোনো জবাব না দিয়ে বিষয়টি এড়িয়ে যান সাকিব।
আবার মুশফিক ও ক্রিকেট প্রসঙ্গ আসলে এ অলরাউন্ডার বলেন, ‘আজ হকি নিয়েই বলব। ক্রিকেট নিয়ে এখানে নয়, পরে।’
তবে অবসরের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিছুই না জানানোয় রীতিমতো অবাক হয়েছেন জালাল ইউনুস। তবে যাই হোক না কেন, তার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তিনি।