পারিবারিক আয়োজনের মধ্যদিয়ে গত রোববার (৪ সেপ্টেম্বর) বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছেন ভারতের সর্বকনিষ্ঠ মেয়র আরিয়া রাজেন্দ্রন। এ সময়ে তাদের বিয়েতে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন এমপি মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা। তবে তার বিয়ে নিয়ে চলছে বেশ শোরগোল। কেননা তিনি বিয়ে করেছেন দেশটির কেরালার সর্বকনিষ্ঠ সংসদ সদস্য সচিন দেবকে।
কেরালার তিরুঅনন্তপুরমের মেয়র আরিয়ার বয়স ২৩ বছর। তিনি দেশের সর্বকনিষ্ঠ মেয়র। অন্যদিকে, ২৯ বছর বয়সী শচীন কেরালার সর্বকনিষ্ঠ সংসদ সদস্য।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শচীনের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ছিল আরিয়ারের। রাজনীতি করতে গিয়ে একে অপরের কাছাকাছি আসেন তারা। শচীন যখন বালাসংঘামে পার্টির কাজে ব্যস্ত ছিলেন তখন তাদের প্রেম শুরু হয়। সচিন একনিষ্ঠ এসএফআই কর্মী ছিলেন। আর তার সঙ্গে কাজ করছিলেন আরিয়ার। তখনই এই রোমান্স শুরু হয়। পরে রাজনৈতিক তৎপরতার পাশাপাশি প্রেম চলতে থাকে। সেই প্রেম অবশেষে পূর্ণতা পেল।
এদিকে এরই মধ্যে তাদের বিয়ের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ছড়িয়ে পড়তেই মুহুর্তেই ভাইরাল হতে দেখা যায়। সকলেই তাদের মঙ্গল কামনা করেন।