Tuesday, January 31, 2023
বাড়িopinion৭১ টিভিতে ওয়াসার এমডিকে নিয়ে এই আলোচনা শুনে আমার চান্দি গরম হয়ে...

৭১ টিভিতে ওয়াসার এমডিকে নিয়ে এই আলোচনা শুনে আমার চান্দি গরম হয়ে গেছে : সঞ্জু

Ads

ওয়াসার এমডি তাকসীমের সীমাহীন দুর্নীতি এবং অনিয়ম এর কথা এখন গণমাধমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরী করেছে বিশেষত তার মার্কিন যুক্তরাষ্টে ১৪ টি বাড়ির থাকার কথা শোনার পর থেকে অনেকের মনে নানা প্রশ্ন জন্মেছে। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক আব্দুল হাই সঞ্জু। নিচে সেটি তুলে ধরা হল –

উফ!
এই আলোচনা শুনে আমার চান্দি গরম হয়ে গেছে।
ওয়াসার প্যানেল আইনজীবী নাকি তাকসিমের ব্যাক্তিগত দুর্নীতির কেইসে ইনভল্ভ হয়ে আইনজীবী নিজেও অনিয়ম করেছেন।
উপস্থাপিকা আইনজীবীকে অনুষ্ঠানে ডেকে এনে ‘ভালশুন’ বানিয়ে দিয়েছেন। সাথে আরেক সাংবাদিক তাল মিলিয়েছেন।

সাংবাদিকেরা আসলেই ‘Jack of all trades, master of none’
সাংবাদিক হিসাবে আমিও একটা ‘ভালশুন’ 😂

বিষয়টা খুব সিম্পলঃ
গণমাধ্যমে দুইটা নাম এসেছে
১) ওয়াসা
২) তাকসিম

ওয়াসা কর্তৃপক্ষ সংবাদে তাদের প্রতিষ্ঠানের নাম জড়িয়ে গেছে দেখলেই তাদের আইনজীবীকে ইনভলভ করতে পারে। পরবর্তীতে বিষয়গুলো আরও স্পষ্ট হওয়ার পর যদি দেখা যায় তাকসিমের অভিযোগের সাথে ওয়াসার কোনো সম্পর্ক নাই, তখন আর ওয়াসা কর্তৃপক্ষ তাদের নিজস্ব আইনজীবীকে এই কাজে ইনভলভ রাখবেনা। ব্যাস!

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments