দীর্ঘ সময় ধরে ক্ষমতায় রয়েছে আওয়ামীলীগ। দীর্ঘ সময় ক্ষমতা থাকার প্রেক্ষিতে দলের মধ্যে নানা রদবদল হয়েছে এবং দেখা যাচ্ছে আমলাদের ও রদবদল করা হয়েছে সেই সাথে ক্ষমতার বিচ্যুতি ঘটলে করা কি দায়িত্ব পাবে তা নিয়েও এখন নানা তথ্য জানা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শামসুল আলম। নিচে সেটি তুলে ধরা হল-
তিনি নাকি একটি ইন্টেরিম আয়োজন করেছেন:
অর্থাৎ তিনি ক্ষমতা থেকে বিদায় নেয়ার পরে তার বিশ্বস্থ ৫ আমলাকে দায়িত্ব দিয়েছেন (তারা তো থাকবে), যারা বেসামরিক ও সামরিক লিয়াজোঁ করবেন। তারা যা বলবেন, সেটাই চুড়ান্ত। এই ৫ জনের মধ্যে তিন জনের নাম জানা গেছে:
১) পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার (আ.লীগের হবু কেবিনেট সচিব),
২) মেজর জেনারেল একেএম আমিনুল হক স্বপন (এনামুল হক শামীমের ভাই),
৩) টুরিষ্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি (চ.দা.)
বাকী দু’জনের নাম জানা যায়নি।
(সুত্র জে স্বপনের নিকটস্থ লোক)