Thursday, March 23, 2023
বাড়িConutrywideএবার কক্সবাজারে ৪.৮ মাত্রার ভূমিকম্প, ভবনে ফাটল

এবার কক্সবাজারে ৪.৮ মাত্রার ভূমিকম্প, ভবনে ফাটল

Ads

সারা বিশ্বে এবার ভূমিকম্পের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি তুরস্কতে ঘটে গিয়েছে ভয়াবহ ভূমিকম্প যাতে না ফেরার দেশে চলে গিয়েছে অনেক মানুষ। এর পর থেকে প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে এই ভূমিকম্পের ঘটনা। তারই ধারাবাহিকতায় এবার ভূমিকম্পে কেঁপে উঠেছে কক্সবাজারের সেন্টমার্টিন, এর মাত্রা ছিল ৪ .৮ শনিবার বিকেল ৪টা ৩৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

কক্সবাজার জেলা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান গণমাধ্যমকে জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ-দক্ষিণ-পূর্ব মিয়ানমার। কক্সবাজার মিয়ানমার সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে।

এদিকে ভূমিকম্পের ফলে কক্সবাজারের টেকনাফের সরকারি অফিসগুলোতে ফাটল দেখা দিয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। টেকনাফ উপজেলা মৎস্য কেন্দ্র কার্যালয়ে ফাটলের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া আরও কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, বিকাল ৪টা ৩৯ মিনিটে মিয়ানমারের অভ্যন্তরে ২০.৯০ অক্ষাংশ ও ৯২.৩৩ দ্রাঘিমাংশে ভূমিকম্পের উৎপত্তি হয়। যা ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে কক্সবাজারে ৪.১০ মাত্রার কম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, সম্প্রতি তুরুস্কে ৮.৭ মাত্রার ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষ না ফেরার দেশে চলে গিয়েছে। এদিকে তুরুস্কের ওই ভূমিকম্পের পর থেকে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন দেশ থেকে।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments