Friday, March 24, 2023
বাড়িNationalগণভবনে প্রধানমন্ত্রীর ফসলি উঠোন থেকে উঠানো ৪৬ মণ পেঁয়াজ, জানা গেল আনুমানিক...

গণভবনে প্রধানমন্ত্রীর ফসলি উঠোন থেকে উঠানো ৪৬ মণ পেঁয়াজ, জানা গেল আনুমানিক দাম

Ads

খাদ্য সংকট মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি খালি জায়গায় ফসলের আবাদ করার কথা বলেছিলেন তবে তিনি শুধু দেশের প্রতি ইঞ্চি জমিতে শুধু চাষাবাদে উৎসাহ দেননি, তিনি নিজেও গণভবনের অব্যবহৃত জমিতে ফসল ফলাচ্ছেন। এর মধ্যে গণভবনের আঙ্গিনায় আবাদি জমির অর্ধেক থেকে ৪৬ মণ পেঁয়াজ উঠেছে। আর বাকি জমিতে ৫০ টনের বেশি পেঁয়াজ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোববার (১৯ ফেব্রুয়ারি) গণভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদেশের মাটি ও মানুষকে নিয়ে বেড়ে ওঠা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গণভবনের বিশাল আঙিনায় বিভিন্ন ধরনের ধান, সবজি, ফুল, ফল, মধু ও মাছ চাষ করছেন। তিল, সরিষার মতো পেঁয়াজও চাষ করেছেন তিনি।

 

দেশি পেঁয়াজের বর্তমান বাজার মূল্য প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা। এতে গণভবনে ৪৬ মণ পেঁয়াজের ফলন আনুমানিক ৬৫ হাজার থেকে ৭৩ হাজার টাকা। ৫ জনের একটি মধ্যবিত্ত পরিবারের প্রতি মাসে ৫ কেজি পেঁয়াজের প্রয়োজন হলে গণভবনে উৎপাদিত প্রায় ১০০ মণ পেঁয়াজ ৭ থেকে ৮০০ পরিবারের ১ মাসের পেঁয়াজের চাহিদা মেটাবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর আহ্বান জানিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় তিনি নিজেই গণভবন অঙ্গনের পতিত জমির প্রতিটি ইঞ্চি উৎপাদনের আওতায় এনে জনগণের কাছে তার আহ্বানকে বাস্তবে রূপ দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

প্রেস সচিব বলেন, এদেশের আলো-বাতাসে বেড়ে ওঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত। দেশের মাটি মানুষ, কৃষির সঙ্গে মিশে আছে জীবন। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ফসলের আঙিনায় বিভিন্ন ধরনের ফসলের চাষ তারই একটি ছোট্ট উদাহরণ। ইহসানুল করিম বলেন, ১৯৭৪ সালে সবুজ বিপ্লবের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অনুপ্রাণিত হয়ে প্রতি ইঞ্চি জমিতে চারা রোপণের বিষয়টি ছিল।

গণভবনের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী অবসরে গেলে এগুলোও তদারকি করেন। গরুর গোবর থেকে উৎপাদিত জৈব সার গণভবনে ব্যবহার করা হয় এসব ফসল ফলানোর জন্য।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের আঙিনায় গরু, দেশি মুরগি, তিথির, চাইনিজ গিজ, কবুতর ও কবুতরের খামার করেছেন। তিনি গণভবন পুকুরে রো-কাটাল, তেলাপিয়া, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। এমনকি শেখ হাসিনাও গণভবনের পুকুরে মুক্তা চাষ করছেন। অবসর সময়ে তিনি গণভবন লেকে মাছ ধরেন।

গণভবন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জন্য সামান্য কিছু রেখে গণভবনের কর্মচারী ও গরিব-অসহায় মানুষের মাঝে এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন।

উল্লেখ্য, এর আগেও প্রধানমন্ত্রীর গণভবনে মাছ ধরার ছবি বেশ আলোচনা তৈরী করেছিল এবার তার ক্ষেত্রে খামার করার ছবি বেশ আলোচনা তৈরী করেছে ,দেশের মানুষকে তিনি চাষাবাদ করার কথা বলেছেন খাদ্য সংকট মোকাবেলার জন্য এবং নিজেও তিনি সেটি করে দেখালেন

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments