Tuesday , May 21 2024
Breaking News
Home / Abroad / নিউইয়র্ক পুলিশে নতুন যোগাদান করা ১৮১ জনের মধ্যে ১০৩ জন’ই বাংলাদেশি

নিউইয়র্ক পুলিশে নতুন যোগাদান করা ১৮১ জনের মধ্যে ১০৩ জন’ই বাংলাদেশি

বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য বাংলাদেশী বসবাস করছে। এদের মধ্যে অনেকেই বিভিন্ন দেশে অনেক গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করছে। শুধু তাই নয় অনেকেই অনেক দেশের প্রশাসনিক পদেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পু/লি/শ বিভাগের ট্রাফিক এজেন্ট হিসেবে ১৮১ জন যোগ দিয়েছেন। এই সকল সদস্যের মধ্যে ১০৩ জনই বাংলাদেশী।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পু/লি/শ বিভাগের ট্রাফিক এজেন্ট হিসেবে যোগ দিয়েছেন ১৮১ জন। এদের মধ্যে রয়েছেন ১০৩ বাংলাদেশি। সম্প্রতি পু/লি/শ সদর দপ্তরে তাদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পুলিশ একাডেমির প্রশিক্ষণ শেষে তারা নতুন ট্রাফিক পু/লি/শ এজেন্ট চাকরির দায়িত্বভার গ্রহণ করেন। মঙ্গলবার নিউইয়র্ক পু/লি/শ ডিপার্টমেন্টের সেরিমোনিয়াল ইউনিটের অফিসিয়াল টুইটার পেজ থেকে এ সম্পর্কিত ছবি প্রকাশ করে গ্রাজুয়েটদের অভিনন্দন জানানো হয়। চাকরিতে নিয়োগ পাওয়া বাংলাদেশিদের সূত্রে জানা গেছে, একাডেমির প্রশিক্ষণকালে সবচেয়ে বেশি নম্বর পেয়ে যিনি সেরা এজেন্ট বা ভ্যালিডিক্টোরিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন তিনিও একজন বাংলাদেশি। তার নাম রাফি কামাল।

১৮১ জন নতুন ট্রাফিক পু/লি/শ এজেন্ট নিউইয়র্কের ৫টি বোরোর বিভিন্ন অফিসে দায়িত্ব পালন করবেন। আগামী ২ সপ্তাহ পর আরও ২৩৫ জনের একটি গ্রুপের প্রশিক্ষণ শুরু হবে। সেখানেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ অব দ্য ডিপার্টমেন্ট রোডনি কে হ্যারিসন। এছাড়া প্রায় ২ ডজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইউনিয়ন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— রিকি মরিসন, সকুনবি এলুফেমি, আলবার্ট স্লোহ, ডেরন ডেফ্রিটাস, সাঈদ ইসলাম, সৈয়দ উতবা, নিজাম উদ্দীন, কামরুজ্জামান এবং ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র এজেন্ট খান শওকত।

বিদেশের মাটিতে বাংলাদেশীদের সফলতা দেশের জন্যও গৌরবের এবং সম্মানের। প্রায় এমন অনেক প্রবাসী বাংলাদেশীদের সফলতা নিয়ে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে। অবশ্যে এই সকল সফলতা অর্জনের জন্য সৎ এবং পরিশ্রমী হওয়ার কোন বিকল্প নেই।

About

Check Also

প্রবাসীদের জন্য সুখবর, সহজেই মিলবে ইতালি থেকে আমেরিকার ভিসা

বর্তমানে প্রায় ১৪০ হাজার প্রবাসী বাংলাদেশি ইতালিতে অবস্থান করছেন। যাদের অনেকেই দেশ থেকে অন্য দেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *