বাংলাদেশের এলিট বাহিনী রেপিড একশন ব্যাটেলিয়নের কয়েকজন সদস্যকে মার্কিন যুক্তরাষ্টের নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল মানুষের মধ্যে তবে সেটি এখনো প্রত্যাহার করেনি যুক্তরাষ্ট্র ,এরই মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্তব্য করেছেন নতুন নিষেধাজ্ঞা ন্যায্য হবে না। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক এবং বিশ্লেষক শামসুল আলম। নিচে তার স্ট্যাটাসটি তুলে ধরা হল –
চিঠিতো ওর হাতেই আছে। এখন বলে, আরও স্যাংশন দেয়া ন্যায্য হবে না। বাটপারি করার জায়গা পাও না! বললেই হয়… অ্যা বিগ ব্যাম্বু হ্যাজ এরাইভড!
এত সাহস থাকলে সে বলুক, সাইফার মেসেজ হাতে আছে কি না? সেইটা বলার ক্ষমতা তো নাই।
মেসেজ পাওয়ার পরে রাষ্ট্রদূতের সাথে দেখা করে গোপনে কি করলো সচিব আর সে? পায়ে ধরা ছাড়া আর কোনো উপায় আছে? বাট তাতে কি লাভ? ৮০০০ পাতার দলিল মিলিয়ন মিলিয়ন ডলারের লবিইং, সব জলে গেলো! সাংবাদিক জিজ্ঞেস করলো, কি কথা হয়েছে? বলে, বলা যাবে না। গোপন গোপনীয়!!