Wednesday , June 26 2024
Home / Entertainment / রাজ-বুবলীর বিয়ে, নেট দুনিয়া তোলপাড়

রাজ-বুবলীর বিয়ে, নেট দুনিয়া তোলপাড়

ঢালিউডের জনপ্রিয় দুই তারকা শরিফুল রাজ ও শবনম বুবলীকে বিয়ে করিয়ে দিয়েছে উইকিপিডিয়া!

যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিখ্যাত ব্যক্তি এবং বিভিন্ন মিডিয়ার তারকা ব্যক্তিদের যাবতীয় তথ্যাদি লিপিবদ্ধ থাকে, সেই উইকিপিডিয়ার তথ্যেই সম্প্রতি দেখা যায় বুবলীকে বিয়ে করেছেন রাজ!

শনিবার উইকিপিডিয়ায় রাজের নাম ঢুকে দেখা যায়, ১৩ মে বুবলীকে বিয়ে করেছেন তিনি। বৈবাহিক তথ্যটির অপশনের জায়গায় রাজের স্ত্রীর তালিকায় প্রাক্তন পরীমনির পরই বুবলীর নামটি জ্বলজ্বল করছে।

একই দিন বুবলীর প্রোফাইলেও একই তথ্য পাওয়া গেছে। তার বৈবাহিক তথ্যের জায়গায় প্রাক্তন স্বামী শাকিব খানের নামের জায়াগায় রাজের নাম উল্লেখ করা হয়েছে। তারিখ একই, ১৩ মে, অর্থাৎ ওই দিনই শরিফুল রাজকে বিয়ে করেন বুবলী।

তবে খবরটি মোটেও সত্য নয়। কারণ, যে কেউ যেকোনো সময় এই অনলাইন ডাটাবেস থেকে তথ্য যোগ বা অপসারণ করতে পারে। সবশেষ তাই হয়েছে।

বর্তমানে (রোববার) উইকিপিডিয়া থেকে রাজ ও বুবলীর সম্পর্ক মুছে ফেলা হয়েছে।

ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই বিপাকে পড়েছেন রাজ-বুবলী। কয়েক মাস আগে পরীমনির সঙ্গে ডিভোর্স হয়ে যায় রাজের।

বুবলীও শাকিব খানের জীবন-সংসারের বাইরে। তার মধ্যে এমন কান্ড কে বা কারা করল, তা অবশ্য জানা যায়নি।

About Nasimul Islam

Check Also

আদালতের রায়ের পর যা বললেন ডিপজল

মনোয়ার হোসেন ডিপজল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সম্পাদকের পদ ফিরে পেয়েছেন। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *