Saturday , June 22 2024
Home / opinion / আনার হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন আসিফ নজরুল

আনার হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন আসিফ নজরুল

চিকিৎসা নিতে গিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের পশ্চিমবঙ্গে হত্যাকাণ্ডের শিকার হন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আনার হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন বিরবণ সন্দেহজনক। তাকে খুন করা হলে তার শরীরের কোনো অংশ পাওয়া যাচ্ছে না- এটা অবিশ্বাস্য।

ওই স্ট্যাটাসে কালা জাহাঙ্গীরে উধাও হওয়া, রানা প্লাজা ধ্বংসস্তুপ থেকে রেশমার উদ্ধার হওয়া-এরকম বহু কাহিনি মনে পড়ছে বলে উল্লেখ করেন ঢাবির এই অধ্যাপক।

প্রসঙ্গত, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ১২ মে পশ্চিমবঙ্গে যান। ১৬ মে দিল্লি যাওয়ার পর নিখোঁজ হন।

২২ মে, নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকার সঞ্জীব গার্ডেন থেকে আনারের রক্তমাখা কাপড় উদ্ধার করে।

About Nasimul Islam

Check Also

আমার চোখের সামনেই ধাই ধাই করে উঠে গেলো সিলেটের এই তরুণ: পিনাকী ভট্টাচার্য

ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য-র সামাজিক যেগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোষ্ট ভাইরাল হয়েছে। ফেসবুকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *