দেশে বিভিন্ন জেলায় মাঝে মধ্যে শোনা যায় দুপক্ষের মধ্যে মুখোমুখি হওয়ার ঘটনা এসকল ঘটনার পেছনে অনেক সময় থাকে তুচ্ছ কারন। তেমনটি এবার ঘটেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হালিতলা বড়াইকান্দি গ্রামে। জানা গেছে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রয়োজনে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০-২৫ দিন আগে ওই গ্রামে মিনি ফুটবল খেলায় দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। একদলের নেতৃত্বে ছিলেন ওই গ্রামের মৃত নছর উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন, মজমাদার আলী, মাতাব আলী ও খালেদ মিয়া। অপর গ্রুপের নেতৃত্বে ছিলেন আজিম উদ্দিন, আশকান মিয়া ও হারুন মিয়া। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানসহ মুরুব্বি শালিসের উদ্যোগ নেন। পরে খালেদ মিয়া তা অস্বীকার করেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতরা হলেন- আজাদ মিয়া (৩২), জাকারিয়া (২৪), সাজু আহমদ (২২), সুমতি বেগম (৩৫), রাজন (১৯), সুমন (৩০), রোমান আহমদ (২৬), জীবন মিয়া (২০)। ), জুলেখা বেগম (২০), বোরহান উদ্দিন (৩৩), আসমান (২৩), খালেদ মিয়া (৩৫), মুদ্দাত আলী (৩৮), সুমন আহমেদ (২৩), সোহাগ আহমেদ (৩২), রাজীব মিয়া (২৬), হেলাল মিয়া (৩৩)। ) ), নজরুল (৪০), আক্কল মিয়া (২৭), নানু মিয়া (২০), কমলা মিয়া (২২), দুলাল মিয়া (২৪), সাদেক মিয়া (৩২ ), রামনাহেল মিয়া (২২ ), কামরুল হক (২৪ ), বাবুল মিয়া (২৩ ), সোলেমান (২০ ), আলী হোসেন (৩৩), দরাজ মিয়া (২৪), এ. রহমান (৩৪), আবুল মিয়া (৪৫ ), মাইনুল হক (২৫ ), আলতাব উদ্দিন (৫৫ ), আইনুল হক (৩২), সাইদী মিয়া (২২), মনছুর মিয়া (২৭), সোহেল মিয়া (৩৩), সোয়াইবুর রহমান (২৪) ও স্বপন মিয়া (২২)। আহতদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষে কয়েকটি বাড়ি ভাংচুর করা হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা।
উল্লেখ্য, হবিগঞ্জে দুইপক্ষের বিরোধের জেরে নিহত নছর উদ্দিনের ছেলে খালেদ মিয়া ওই এলাকার ইয়াবা কারবারী বলে জানা গেছে। ইয়াবাসহ ইতোমধ্যে গ্রেফতার হয়ে জামিনে মুক্ত হয়েছেন। তার প্রভাবে এলাকার মানুষ আতঙ্কিত।