পাকিস্তানে চরম অর্থসংকটের মাঝে এবার দেখা গেল দেশটির এক আমলা কন্যার বিয়েতে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৭২ কোটি টাকারও বেশি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী নিজেই এ কথা জানিয়েছেন। এদিকে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা।
প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দাবি করেছেন, আমলাদের মেয়ের বিয়েতে উপহার হিসেবে ৭২০ মিলিয়ন রুপি বা ২৮ মিলিয়ন ডলার জমা করা হয়েছে।
২১ গ্রেডের আমলাদের প্রথম মেয়ের বিয়ের উপহার হিসেবে ১২০ কোটি রুপি বা ৪.৬ মিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছিল।
শুক্রবার জাতীয় পরিষদের অধিবেশন চলাকালে খাজা আসিফ বলেন, কেউ আমাকে বলেছে যে তিনি তার নির্বাচনী এলাকায় এক আমলাদের মেয়ের বিয়েতে গিয়েছিলেন। সেখানে তিনি এক ব্যক্তিকে বিয়ের উপহার সংগ্রহ করতে দেখেন। লোকটি কৌতূহলবশত উপহার সংগ্রহকারীকে জিজ্ঞেস করল- এ পর্যন্ত কত উপহার এসেছে।
তিনি উত্তরে বলেন, আমি ৭২ কোটি টাকা পর্যন্ত গুনলাম। আরও আসবে. কর্মকর্তার আগের মেয়ের বিয়েতে সোনার অলঙ্কার এবং গাড়ির মতো উপহার বাদে ১২০ কোটি টাকার উপহার পাওয়া গেছে।
খাজা আসিফ বলেন, এত টাকার নড়াচড়ার পরও কেউ আমলাকে তার বেতন স্কেলের কথা জিজ্ঞেস করেনি।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের অনেক রাজনীতিবিদ এমনকি মন্ত্রীরা বলেছেন যে পাকিস্তান দেউলিয়া। ১৫ দিনের আমদানি ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত অর্থও তাদের কাছে নেই। তবে আনুষ্ঠানিকভাবে দেউলিয়ার ঘোষণা এখনো করা হয়নি।