এবার যুবলীগের সম্মেলনে অংশ নিতে এসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে ২৭ রোহিঙ্গা। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের উখিয়ায় উপজেলায়। আজ রোববার বেলা ১১টার দিকে উখিয়া সদরের ফরেস্ট রোড থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
আটককৃতরা উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা ক্যাম্পের নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে চলমান যুবলীগের সম্মেলনে অর্থের বিনিময়ে প্রার্থীর পক্ষে অংশ নিতে এসেছিলেন বলে স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত রোহিঙ্গা যুবক মোহাম্মদ হাশেমসহ কয়েকজন রোহিঙ্গা জানান, টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাদের এখানে আনা হয়েছে। আমাদের কেন আনা হয়েছে তা আমরা জানতাম না। পরে শুনলাম বড় ভাইয়ের মিছিলে যাওয়ার জন্য আমাদের নিয়ে এসেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন যুবলীগ নেতা জানান, জনসমর্থন বেশি দেখানোর জন্য একজন প্রার্থী ক্যাম্প থেকে এসব রোহিঙ্গা যুবকদের ভাড়ায় নিয়ে আসেন। পরে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। এছাড়া টাকার বিনিময়ে সম্মেলনে বয়স্ক ও মাদ্রাসা ছাত্রদের আনার অভিযোগ উঠেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ক্যাম্প ছেড়ে যাওয়া রোহিঙ্গাদের একটি গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাদের কুতুপালং ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে যুবলীগের দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি।
প্রসঙ্গত, প্রায় নয় বছর পর আজ উখিয়ায় উখিয়া উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল।সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ১২ জন, যুবলীগ নেতারা সম্মেলন কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।