বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হচ্ছে অভিনেতা জিয়াউল রোশান।ইতিমধ্যে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন এবং পেয়েছেন দর্শকদের ভালবাসা। সম্প্রতি, তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর সাথে ঘটে যাওয়া একটি বিব্রতকর ঘটনা তুলে ধরেন। যেখানে তিনি জানান, সম্প্রতি মায়ের বয়সী এক অভিনেত্রীকে মা ডেকেছিলেন। আর তাতেই মুখ কালো হয়ে গেল অভিনেত্রীর। কারণ সে নিজেকে মা ভাবতে পারে না।
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রোশান লিখেছেন, সবাই মা হতে চায় না। আমি আমার মন পরিবর্তন করেছি. আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন।
রোশান বলেন, আমি বরাবরই সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের সম্মান করি। আমাকে স্যার-ম্যাডাম বা মা বাবা বলে সম্বোধন করা হয়। যেহেতু বেশিরভাগ সিনিয়ররাও আমাদের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেন, তারা খুব খুশি হন যখন আমরা তাদের মা এবং বাবা বলি যা আমিও পছন্দ করি। কিন্তু এবার আমি একটা বিরল সমস্যায় পড়লাম।
সেই সময়ের কথা তুলে ধরে রোশান বলেন, মায়ের বয়সী একজন অভিনেত্রীকে আমি আদর করে মা বলে ডাকতাম। ‘কেমন আছো মা’ কারণ সে আমার মায়ের থেকে ছোট নয়। সাথে সাথে বুঝলাম মা শব্দটা শুনে তার মুখে মেঘ করেছে। তার অভিব্যক্তি থেকে বুঝতে আমার খুব একটা কষ্ট হয়নি যে তিনি মা শব্দটা মোটেও পছন্দ করে না। আমি তাকে আপু ডেকে দ্রুত জায়গা ছেড়ে চলে গেলাম।
উল্লেখ্য, খুব অল্প দিনেই বাংলা সিনেমায় নিজেকে পরিচিত করে তুলেছেন জিয়াউল রোশান বেশ কিছু সিনেমাতে তাকে নায়ক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এবং মানুষ তাকে তার অভিনয়ের কারনে পছন্দ করতে শুরু করেছে