Friday, March 24, 2023
বাড়িEntertainment১২ বছরের পুরনো অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেন অভিনেত্রী

১২ বছরের পুরনো অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেন অভিনেত্রী

Ads

ভারতের ছোট পর্দার অভিনেত্রী অন্বেষা। ক্যারিয়ারে রয়েছে বেশ কিছু কাজ যার কারণে তিনি বেশ প্রশংসা পেয়েছেন। তবে খুব একটা আলোচনায় থাকেন না এই অভিনেত্রী কিন্তু সম্প্রতি তিনি আলোচনয় এসেছেন তার কর্মকান্ডের মাধ্যমে। স্কুল জীবনের স্মৃতি প্রত্যেকের জীবনে একটি বিশেষ স্থান দখল করে। মানুষ সাফল্যের শিখরে পৌঁছানোর পরেও, শৈশবের স্মৃতিতে ফিরে যাওয়া ভাল। তাই অভিনেত্রী অন্বেষা হাজরা বর্ধমানের তার স্কুলে ফিরে গেলেন তার পুরনো দিনে। ১২ বছরের পুরনো অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন অভিনেত্রী।

বর্ধমানের মেয়ে অন্বেষা। অধ্যয়ন এবং সেখানে বৃদ্ধি. ২৬ জানুয়ারি ছিল সরস্বতী পূজা। আর সেদিন স্কুলে না গেলে? সেজন্য আমি স্কুলে যাই এবং সেই বৃদ্ধা মহিলাকে প্রচণ্ড আকুতি নিয়ে দেখি। ১২ বছর আগে করা অন্যায়ের কথাও মনে পড়ে গেল তার। স্কুলের ওই বোনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

অন্বেষা লেখেন, “আমি কণিকাদির হাত ধরে হোস্টেল থেকে বেরিয়ে মহুকুমা হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল যেন একটা পার্কে হাঁটছি। আসলে ওর বকাঝকা দেখে আমরা কম ভয় পেতাম। আজ প্রায় দশ বছর হয়ে গেল ওর। বিখ্যাত বেবুন। আমি তোমাকে খুব মিস করি।”

অভিনেত্রী আরও লিখেছেন, “সেদিনও আমি আপনার কাছে ১২ বছরের একটি অপরাধের কথা স্বীকার করতে পারিনি। পড়াশোনা করার সময় আমি, দাস, রিমা কুন্তলা এবং আরও কয়েকজন আপনার বাড়ির কাঁচের ঘরের চাবি চুরি করেছিলাম। আপনার অনুপস্থিতিতে আমের কাঠি নিয়ে টিভি দেখার জন্য। দুঃখিত।”

উল্লেখ্য, স্কুল জীবনের ফেলে আসা ডিলগুলো স্মৃতির পাতায় তোলা থাকে মানুষের। কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষ জীবনের একটা পর্যায়ে তার স্কুল জীবনের সেই স্মৃতির কথা মনে করে। তবে ভারতীয় এক অভিনেত্রী এমনি একটি ঘটনা ঘটিয়েছেন।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments