Friday, March 24, 2023
বাড়িEntertainmentজনপ্রিয় অভিনেত্রীর খণ্ডিত লাশ উদ্ধার, স্বামীসহ গ্রেফতার ৪

জনপ্রিয় অভিনেত্রীর খণ্ডিত লাশ উদ্ধার, স্বামীসহ গ্রেফতার ৪

Ads

হংকংয়ের বিনোদন জগতে একটি ঘটনা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য জানা গেছে দেশটির জনপ্রিয় একজন মডেলকে না ফেরার দেশে পাঠানো হয়েছে । জানা গেছে মডেল অ্যাবি চোই গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন । অবশেষে এক সপ্তাহ পর সোমবার হংকংয়ের একটি গ্রামের বাড়ি থেকে টুকরো টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত স্বামীসহ চারজনকে আটক করা হয়েছে।

এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে অভিনেত্রীর নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) নৌকায় করে শহর ছেড়ে যাওয়ার সময় খুনের অভিযোগে মডেলের সাবেক স্বামীকে গ্রেপ্তার করা হয়। আর আসামি গ্রেপ্তারের একদিন আগে তার বাবা-মা ও বড় ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।

লুং মেই গ্রামের একটি বাড়ির রেফ্রিজারেটর থেকে অভিনেত্রীর দেহাবশেষ উদ্ধার করা হয়। মঙ্গলবার কাউলুন সিটিতে চোইকে শেষ দেখা গিয়েছিল। সেখান থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে একটি বাড়িতে তার দেহাবশেষ পাওয়া যায়।

পুলিশ সুপার অ্যালান চুং চীনা গণমাধ্যমকে জানিয়েছেন, মডেল ও তার প্রাক্তন স্বামীর পরিবারের মধ্যে আর্থিক বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

এদিকে ওই বাড়িতে অভিনেত্রীর দেহের সব খণ্ড খণ্ড অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে মাংসের টুকরো, বৈদ্যুতিক করাত এবং মামলা সংক্রান্ত সন্দেহজনক জিনিসপত্র জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, হংকংয়ের জনপ্রিয় সেই মডেল অ্যাবি চোই কোরিয়ান সিনেমা ‘মোর দ্যান ফ্যামিলি’-তে অভিনয় করে প্রশংসিত হন এবং তিনি তারা কাজের মাধ্যমেই ইন্ডাস্টিতে বেশ আলোচিত ছিলেন।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments