Thursday, March 23, 2023
বাড়িEntertainmentস্বামীর বিবাহবিচ্ছেদের খবর স্বর্ণাক্ষরে লিখে রাখবেন অভিনেত্রী মাহি

স্বামীর বিবাহবিচ্ছেদের খবর স্বর্ণাক্ষরে লিখে রাখবেন অভিনেত্রী মাহি

Ads

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি এবার তার স্বামীর প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের ঘটনায় বেশ খুশি এমটা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজেই উচ্ছাস প্রকাশ করেছেন এই খবরটি জানিয়ে। প্রথম বিয়েতে চার মাস বিচ্ছেদের পর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিয়ের ঘোষণা দেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সে সময় বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হয়। কারণ রাকিব সরকার বিবাহিত ছিলেন। তারও সন্তান ছিল। মাহিকে বিয়ে করার আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল কি না তাও স্পষ্ট নয়। এরপর রাকিবের সঙ্গে বিয়ের প্রায় দেড় বছর কাটিয়েছেন মাহি। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে রাকিব-মাহি জুটির কেউই কিছু সামনে আনেননি।

তবে এবার বিষয়টি সামনে এসেছে রাকিবের একটি ফেসবুক পোস্টকে ঘিরে। রাকিব সরকার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। রাকিব লিখেছেন- আমি আমার স্ত্রীর একমাত্র ক্যামেরাম্যান। সেই পোস্টে একজন কমেন্ট করেছেন, ‘শুধু দুই চাচা থাকবেন। এই মন্তব্যের জবাবে রাকিব লিখেছেন, আমার একটাই স্ত্রী আছে, ডিভোর্সের পর আর কোনো বউ নেই। পরে শনিবার স্বামী রাকিবের পোস্টের স্ক্রিনশট ও মন্তব্যকারীকে দেওয়া জবাব দিয়ে ফেসবুকে পোস্ট করেন মাহি।

 

ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজকের তারিখ সোনার অক্ষরে লেখা থাকবে প্রিয় ডায়েরি। আপনার এই একটি লাইনের জন্য আমি বহু বছর অপেক্ষা করেছি। প্রিয়তমা, মৃত্যুর আগ পর্যন্ত আপনিই থাকবেন আপনার এই একমাত্র এবং একমাত্র স্ত্রীর ব্যক্তিগত ইমেজ বহনকারী। তোমাকে অনেক ভালোবাসি’

উল্লেখ্য,ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি অভিনয়ের পাশাপাশি নিজেকে রাজনীতিতেও সক্রিয় রয়েছেন মাহি। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। কিন্তু আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments