Friday, March 24, 2023
বাড়িEntertainmentসংসার চালাতে এখন সার্কাসে নাচেন বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী

সংসার চালাতে এখন সার্কাসে নাচেন বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী

Ads

বাংলা চলচ্চিত্রে একসময় নিয়মিত দেখা যেত অভিনেত্রী মুনমুনকে। একসময় সিনেমার পর্দায় মাতিয়ে রাখতেন তিনি। তবে এখন তিনি আর সিনেমায় নেইএবার যোগ দিয়েছেন সার্কাসে। বহুল আলোচিত এই অভিনেত্রী বলেন, সিনেমার বর্তমান বাজারের বরাত দিয়ে এই সিদ্ধান্ত খুবই দুঃখজনক।

সম্প্রতি ময়ূরী গণমাধ্যমকে বলেন, “পরিবারে যেতে হলে টাকা লাগবে, সংসারে টাকা লাগবে। আমরা সবাই পেটের দায়ে পরিশ্রম করি। বসে বসে খেলে এক সময় রাজার কোষাগার খালি হয়ে যাবে।” চলচ্চিত্রের বর্তমান বাজার খুবই শোচনীয় পর্যায়ে রয়েছে।

তাই সার্কাসে বেতনের বিনিময়ে সিনেমার জনপ্রিয় গানগুলোর সঙ্গে পারফর্ম করি।’ এর আগে গত জানুয়ারিতে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপচারিতায় ময়ূরী বলেছিলেন, ‘রাজনীতির কারণে চলচ্চিত্র থেকে ছিটকে পড়েছি।

আমার নামে বদনাম ছড়ায় নায়িকারা। আমি একজন অশ্লীল নায়িকা হিসেবে প্রচারিত হয়েছিলাম। এখন কয়েকটি স্টেজ শো করি। তার পরেও আমি এখন ভালো আছি, আমার একটা ফ্ল্যাট আছে, একটা গাড়ি আছে।’

ময়ূরী আরও বলেন, ‘আমি আর কোনো সিনেমা করব না। বিয়ের পরই সিদ্ধান্ত নিয়েছি। আমার এখন দুই সন্তান আছে, তাদের নিয়েই ব্যস্ত আছি। আমাদের সকলের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, পার্শ্ব অভিনেত্রীর চরিত্রে বাংলা সিনেমাতে অভিনয় করেছেন মুনমুন এবং তার কাজের দক্ষতা দিয়ে পেয়েছেন মানুষের ভালবাসা তবে সময়ের সাথে নিজেকে সিনেমা থেকে সরিয়ে নেন এই অভিনেত্রী।

 

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments