গত মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট পোশাকে আবেদনময়ী একটি ছবি পোস্ট করেন জনপ্রিয় অভিনেত্রী নিপুন এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কোনও ছবিতেই এমন লুকে দেখা যায়নি নিপুণকে। ফলে তার সাহসী ছবি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
শর্ট গাউন পরা ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘শুভ রাত্রি।’ পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। তাদের একজন অভিনেতা ওমর সানী। তিনি বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘বুঝলাম না’।
অনেক প্রশ্নের পর অবশেষে এ অভিনেত্রী জানান, এটি তার নতুন সিনেমার স্ক্রিন টেস্ট ছবি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় দেশের নতুন ওটিটি প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিপুণ। সেখানেই ফটোশুটের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। উত্তরে নিপুণ বলেন, এক মাস আগে কলকাতায় এই ফটোশুট করেছি। আমি একটা সিনেমার জন্য স্ক্রিন টেস্ট দিয়েছিলাম। চরিত্র অনুযায়ী শুটিং করেছি। এই ছবিটা সেই সময়ের।
তবে সেই সিনেমা নিয়ে মুখ খুলতে চাননি তিনি। নিপুন বলে, আমার বলতে নিষেধ আছে। এটি একটি চমক হতে দিন.
প্রসঙ্গত, অভিনেত্রী নিপুন মাঝে মধ্যেই তার কর্মকান্ডের জেরে থাকেন আলোচনায় এবং সেই সাথে দেখা যায় ভক্তদের মাঝেও তাকে নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে।