দেশে জ্বালানি সংকট মোকাবেলার লক্ষে মার্চেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আদানির বিদ্যুৎ এমন কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শামসুল আলম। নিচে সেটি তুলে ধরা হল –
মোদির ক্যাশিয়ার আদানী শূধু তার শেয়ারহোল্ডারদের সাথেই চিটিংবাজি করেনি, বাটপারি করেছে বাংলাদেশের জনগনের সাথে। বাংলাদেশের ভোটডাকাত সরকার আদানীর কাছথেকে উচ্চমূল্যে বিদ্যুৎ এবং কয়লা কেনার চুক্তি করেছে- যা মার্কেট থেকে ডবল দামে। ২০০ ডলারের কয়লা কিনতেছে ৪০০ ডলারে, একইভাবে বিদ্যুৎও আনতেছে ডবল দামে।
তবে এই লুটপাটের টাকা সে একা খাবে না। একটি সুত্র জানিয়েছে, এই টাকার ভাগ মোদি পায়, এবং হাসিনাও পায়। বাংলাদেশে রাজনৈতিক কেনাবেচায় ভারত থেকে যে টাকা আসে, ওটা এই আদানির মাধ্যমে লুটে নেয়া টাকা, অবৈধ ক্ষমতা লম্বা করতে বিদেশে যে লবিয়িং করে, সেখানেও খরচ হয় আদানির মাধ্যমে লুটে নেয়া বাংলাদেশের জনগনের টাকা।
তো, এই লুটেরাদের ছাড়া যাবে না। বিচার করতে হবে। অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করা, ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রের ক্ষতি সাধন করা একটি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ।