Thursday, March 23, 2023
বাড়িSportsশাহীনের সঙ্গে আফ্রিদির মেয়ের বিয়ে সম্পন্ন, একঝাঁক তারকা বরযাত্রী

শাহীনের সঙ্গে আফ্রিদির মেয়ের বিয়ে সম্পন্ন, একঝাঁক তারকা বরযাত্রী

Ads

অনেক আগে থেকেই ঠিক হয়েছিল পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির মেয়ের সাথে জাতীয় দলের আরেক জনপ্রিয় তারকা শাহীন আফ্রিদির বিয়ে তবে এই শুক্রবার তাদের বিয়ে জমকালো আয়োজনে করা হয়েছে। অনুষ্ঠানে অধিনায়ক বাবর আজমসহ বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার উপস্থিত ছিলেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) তিনি তার মেয়ের বিয়ের খবর টুইট করে ফেসবুকে পোস্ট করেন। নিজের মেয়ে ও জামাইয়ের ছবি এবং সেখানে উপস্থিত তারকাদের ছবিও আপলোড করেন তিনি।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি দল লাহোর কালান্দার্স টুইটারে শাহীনের বিয়ের অনুষ্ঠানের সুন্দর ছবি শেয়ার করেছে। অনুষ্ঠানে বাবর ছাড়াও সরফরাজ খান, শাদাব খান, নাসিম শাহের মতো তারকারাও উপস্থিত ছিলেন। লাহোর কালান্দার্স টুইটারে ছবির অ্যালবাম শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা, ‘লাহোর কালান্দার্স @iShaheenAfridi অনন্ত সুখ কামনা করে।’

বিয়ের পর পিএসএলের হাত ধরে ২২ গজে ফেরার কথা শাহীনের। আসলে হাঁটুর ইনজুরির কারণে অনেক দিন ক্রিকেট মাঠের বাইরে শাহীন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হাঁটুতে চোট পান তিনি। তবে বিয়ের আগে শাহীনকে নেটে ঘামতে দেখা গেছে। পিএসএলের আগে পুরোপুরি ফিট হতে মরিয়া শাহীন।

পিএসএলের অষ্টম আসর শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। শাহীনের নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স তাদের প্রথম ম্যাচ খেলবে মুলতান সুলতানদের বিপক্ষে। শাহীন গত মৌসুমে লাহোর কালান্দার্সকে তাদের প্রথম পিএসএল শিরোপা জিতেছিলেন। বল ও ব্যাট উভয় হাতেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রসঙ্গত, গত বছর আনশার সঙ্গে শাহীনের বাগদান হয়। এবার বিয়ে সেরে ফেললেন শাহীন।গত শুক্রবার করাচিতে এক জমকালো অনুষ্ঠানে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে দেশের জনপ্রিয় সব তারকা ক্রিকেটার সহ অনেকেই উপস্থিত ছিল।

 

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments