বাংলাদেশের বিনোদন জগতের তারকাদের বিয়ে নিয়ে নানা আলোচনা সমালোচনা শোনা যায় মাঝে মধ্যেই তারই ধারাবাহিকতায় এরবার দেখা গেলো আরেক তারকা দম্পতির গোপন বিয়ে প্রকাশ পেয়েছে।প্রায় ১৩ বছর আগে বিয়ে করেন অভিনেতা জয় চৌধুরী ও অভিনেত্রী রোমানা নীর। তাদের আট মাস বয়সী একটি শিশুও রয়েছে। ছেলের নাম রাখা হয়েছে রাধ সহমত চৌধুরী আজমান।
জানা গেছে, ২০১২ সালের ৩ ডিসেম্বর বিয়ে করেন জয় ও রোমানা। কিন্তু এখন পর্যন্ত তাদের বিয়ের খবর প্রকাশ হয়নি কেন?
এ বিষয়ে জয় চৌধুরী বলেন, এখন পর্যন্ত কেউ জিজ্ঞেস করেনি বলে জানা যায়নি। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের কমন সার্কেলের সবাই জানত যে আমরা বিবাহিত। আমাদের বাড়িতে সবাইকে আসতে হবে।
তিনি আরো বলেন, রোমানা আমার মামাতো বোন। যদিও আমাদের বিয়েটা পারিবারিক ব্যাপার ছিল, কিন্তু আড়ম্বর আর অনুষ্ঠানের কথা সবাইকে জানানো হয়নি।
নায়ক আরো বলেন, ব্যক্তিগত বিষয় সামনে এলে অনেকেই অকারণে গসিপ করেন, যার প্রভাব পড়ে ব্যক্তিগত জীবনে। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে গসিপ চাই না।
এদিকে প্রথমবারের মতো ভগ্নিপতি কাজী জারা (রোমানার ছোট বোন) নায়ক হিসেবে পর্দায় আসছেন জয় চৌধুরী। ভাই-বোন জুটির প্রথম সিনেমা ‘কেশ কথা’। গত বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ভিন্ন ধারার মৌলিক গল্পের সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইসলাম।
আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুরে ছবিটির শুটিং চলবে বলে জানিয়েছেন নির্মাতা। ঢাকায় আরও পাঁচ দিন শুটিং করার পর কক্সবাজার ও সিলেটে গানটির শুটিং হবে।
অন্যদিকে জারা বলেন, “জয় চৌধুরীর সম্পর্কে আমার দুলাভাই হলেও আমি বড় ভাইয়ের মতো। তিনি আমাকে খুব ভালোবাসেন। তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে বোঝাপড়ার জায়গাটা হল। এছাড়াও খুব ভালো।আমার মনে হয় আমি তার সাথে সহজে কাজ করতে পারি।
হাসতে হাসতে এই নবাগত অভিনেত্রী বলেন, “প্রথম সিনেমায় দুলাভাইয়ের নায়িকা হওয়াটা একদিক দিয়ে ভালো হয়েছে। অন্য নায়কের বিপরীতে হয়তো জড়তা কাজ করেছে। কিন্তু এখন এটা আমার জন্য সহজ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনুভব করতে পারছি।”
উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত অভিনেতা অভিনেত্রীদের মধ্যে জয় চৌধুরী এবং অভিনেত্রী রোমানা নীড় অন্যতম। সিনেমার জগৎ থেকে এবার তাদের গোপন বিয়ের কথা প্রকাশ পেয়েছে যা নিয়ে চলছে আলোচনা।