Friday, March 24, 2023
বাড়িEntertainmentএতকিছুর পরেও যে কারণে মাহিকে রিমান্ডে নিতে চায়নি পুলিশ

এতকিছুর পরেও যে কারণে মাহিকে রিমান্ডে নিতে চায়নি পুলিশ

Ads

ডিজিটাল নিরাপত্তা আইনে অবশেষে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্র নায়িকা মাহিয়া মাহি এবং তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।শনিবার বিকেলে তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করেনি।

এর কারণ হিসেবে জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, যেহেতু সে অন্তঃসত্ত্বা তাই আমরা তার রিমান্ড চাইনি।

এর আগে শনিবার সকালে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে গ্রেফতার হন অভিনেত্রী মাহি।

গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, দেশে ফেরার পর বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করা হয়। মাহির স্বামী রাকিব সরকার এখনো পলাতক।

এর আগে শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন মাহিয়া মাহি।

প্রসঙ্গত, ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে মামলাটি করেন।এ ছাড়া তাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন বাদী হয়ে আরেকটি মামলা করেন।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments