চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার টি টোয়েন্টি ম্যাচ আর এই খেলায় বাংলাদেশ ইতিমধ্যে দিয়া ম্যাথ জিতে সিরিজ জিতে বসে আসছে তবে সিরিজ জেতার পর খেলার মাঠ ছেড়ে সোমবার বিকেলে হঠাৎ মাগুরায় হাজির হন সাকিব আল হাসান। সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ। বাড়িতে পৌঁছে তিনি তাসকিনকে তার মায়ের রান্না খাওয়ান।
ইংল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। পরদিন দুপুরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান জমি সংক্রান্ত কাজে কিছুক্ষণের জন্য মাগুরার সাব-রেজিস্ট্রার অফিসে হাজির হন।
এ সময় তাকে দেখতে সেখানে ভিড় জমান অসংখ্য ভক্ত-অনুরাগী। দাপ্তরিক কাজ শেষ করে সোজা চলে যান মাগুরা শহরের কেশবমোড়ের বাসায়। সেখানে সাকিব ও তাসকিনের জন্য দুপুরের খাবার রান্না করেন শাকিবের মা শিরিন রেজা।
এরপর বিকেল ৩টায় আবার ঢাকার উদ্দেশে রওনা হন। বিদায়ী মুহূর্তে বাসায় উপস্থিত সাংবাদিকরা ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ে বিভিন্ন প্রশ্ন করলেও সাকিব সাবধানে সেগুলো এড়িয়ে যান। তাসকিনও তাই।
তবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মাগুরার মন্তব্য জানতে চাইলে সাকিব হাসিমুখে জবাব দেন, ‘আপনারা যেমন বলবেন তেমনই হবে। তারপর আবার বললেন, সবই আল্লাহর ইচ্ছা।
এর আগে দুপুর দেড়টায় সাকিব তাসকিনকে সঙ্গে নিয়ে মাগুরা পুলিশ লাইন্স হেলিকপ্টারে করে মাঠে যান। তাদের সংক্ষিপ্ত মাগুরা সফরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের টিটোয়েন্টি ম্যাচ এর অধীনে হিসেবে দায়িত্ব পালন করছেন সাকিব আল হাসান এরই মধ্যে দুটি ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে তারা হারিয়েছে এবং সৃষ্টি করেছে ইতিহাস।