Thursday, March 23, 2023
বাড়িEntertainmentঅভিনয় ছাড়া অজয় দেবগণ বন্ধ দরজার পিছনে আরও একটি কাজে তুখোড়, জানালেন...

অভিনয় ছাড়া অজয় দেবগণ বন্ধ দরজার পিছনে আরও একটি কাজে তুখোড়, জানালেন কাজল

Ads

বলিউডের জনপ্রিয় তারকা জুটি অজয় দেবগন এবং কাজল।তারা বলিউডের পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম। দুজনেই তারকা জগতের মানুষ এবং দুজনেই জনপ্রিয়। মাঝে মধ্যে এই জুটি ক্যামেরার সামনে আসেন এবং নিজেদের ব্যাক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলে থাকেন।

অজয় দেবগনকে নিয়ে হাঁড়ি ভাঙলেন অভিনেত্রী স্ত্রী কাজল। কেউ জানত না যে সিনেমায় অভিনয়ের পাশাপাশি অজয় আরও একটি বিষয়ে আগ্রহী। সেটা এবার প্রকাশ করলেন কাজল।

তিনি আরও বলেছিলেন যে অজয় সেই কাজটি বন্ধ দরজার পিছনে করেছিলেন। এতদিন দাম্পত্য জীবন কাটিয়ে স্বামীর এই দক্ষতাকে সামনে আনেন কাজল একটি টিভি অনুষ্ঠানে এসে।

কাজল বলেন, সিনেমায় অভিনয়ের পাশাপাশি অজয় দেবগন ভালো রান্না করতে পারেন। তিনি বিভিন্ন ধরনের রান্না জানেন। যদিও তিনি কাউকে জানতে দেন না কীভাবে তিনি তাদের রান্না করেন। তাই অজয় সেই সময় রান্নাঘরের দরজা বন্ধ করে রাখে।

রান্না চলাকালীন রান্নাঘরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দরজাটা বন্ধ. রান্না করা হলে এর স্বাদ খুব ভালো হয়। তবে অজয় সেই খাবারের নাম বা কী কী উপকরণ ব্যবহার করেন তা কাউকে জানান না।

কাজল আরও বলেন, রান্না করা অজয়ের অন্যতম গুণ। তাঁর মতে, অজয় প্রচুর রান্না করেন। এগুলো খেতেও দারুণ। কিন্তু অজয়ের একটি বিশেষ ধরনের খিচুড়ি কাজলের পছন্দের।

অজয় মাঝে মাঝে সেই খিচুড়ি বানিয়ে কাজলকে খাওয়ায়। অভিনয় ছাড়াও বলিউডের ওয়ান রাশ সুপারহিট সিনেমার নায়ক যে রান্নায় পারদর্শী তা কেউ জানত না। কাজলের হাত ধরে অজয়ের এই গুণের কথা এখন সবাই জানেন। — সংবাদ সংস্থার সাহায্যে লেখা

উল্লেখ্য, অজয় দেবগন বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। ক্যারিয়ারে অসংখ সিনেমায় অভিনয় করেছেন তিনি এবং তার নিখুঁত অভিনয় দেখে মানুষ মুগ্ধ হয়েছে ব্যাপকভাবে

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments