Friday, March 24, 2023
বাড়িNationalহঠাৎ যে কারনে কেরানীগঞ্জে ছুটে এলেন সালমান এফ রহমান

হঠাৎ যে কারনে কেরানীগঞ্জে ছুটে এলেন সালমান এফ রহমান

Ads

আল মারকাজুল ইসলামির (এএমআই) প্রতিষ্ঠাতা সভাপতি ও নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মুফতি শহিদুল ইসলামের কবর জিয়ারত করার উদ্দেশে হঠাৎ ঝটিকা সফরে কেরানীগঞ্জে এলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তার এই আগমনে তাকে দেওয়া হয় গার্ড অব অর্নার

শনিবার সকাল ১১টায় তারানগর ইউনিয়নের কেরানীগঞ্জ মডেল থানাধীন সিরাজনগর জামিয়াতুল উলূম আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তিনি কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। এর আগে তিনি কেরানীগঞ্জে পৌঁছালে মাদ্রাসা প্রাঙ্গণে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, মডেল পুলিশ সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, তারানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অবস) আমিনুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এসময় মডেল থানার ওসি মামুনুর রশিদ সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৮ সালে মুফতি শহীদুল ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত আল মারকাজুল ইসলামী হাসপাতাল অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে অনেক ক্ষেত্রে মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মুফতি শহিদুল ইসলাম ৬৩ বছর বয়সে বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেন।শুক্রবার সন্ধ্যায় কেরানীগঞ্জে নিজ এলাকায় সিরাজনগরে প্রতিষ্ঠিত জমিয়াতুল উলূম আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments