Friday, March 24, 2023
বাড়িEntertainmentহঠাৎ অসুস্থ বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা, বাড়ি না ফিরতেই অসুস্থ শুটিং সেটের...

হঠাৎ অসুস্থ বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা, বাড়ি না ফিরতেই অসুস্থ শুটিং সেটের সবাই

Ads

কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রুক্সমিনী মৈত্র শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েছেন । পরিচালক রামকমল মুখোপাধ্যায় তাকে নিয়ে তৈরি করছেন ‘বিনোদিনী-এক অভিনেত্রীর গল্প’। এই ছবির শুটিং শেষ করে দেশে ফিরেই জ্বরে আক্রান্ত হন তিনি। শুধু তিনিই নন, সিনেমার পুরো টিমই জ্বরে আক্রান্ত।

একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে রুক্মিণী বলেছেন, ‘শনিবার (১১ মার্চ) রাতে শুটিং শেষ করে বাড়ি ফিরেছি। তারপর কী ঘটেছিল! আমার খুব জ্বর। তাপমাত্রা ১০৩ -১০৪ পর্যন্ত বাড়ছে। মোটেও কমছে না। জানতে পারলাম পুরো দলের একই অবস্থা। আমি এমন কিছু দেখিনি। কোভিডের সময়ও আমি মুম্বাইতে শুটিং করেছি। কারো কিছুই হয়নি। এখন দেখি হঠাৎ করেই সবার জ্বর। পুরো পরিচালকের দল, আমার নিজের স্টাইলিং টিমের কথা না বললেই নয়। কে জানে কেমন হয়ে গেল! এটা একটা ভীতিকর মনে হচ্ছে!’

রুক্মিণীর সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রিয়াঙ্কা পোদ্দার। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন মধুরা পালিত। এই সময়ের ড্রামা ঘরানার চলচ্চিত্রের শুটিং হয় কলকাতা ও বেনারসে। সবকিছু ঠিক থাকলে আগামী বৈশাখে মুক্তি পাবে ছবিটি। এটি প্রযোজনা করছেন শৈলেন্দ্র কুমার, সুরজ শর্মা এবং প্রতীক চক্রবর্তী।

সবাই মিলে এমন ‘অদ্ভুত’ ধোঁয়া জ্বরের কারণে ইউনিটের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিচালক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘টিম বিনোদিনী একজন অভিনেত্রী কিংবদন্তি শীঘ্রই সুস্থ হয়ে উঠুন। তোমরা সবাই যোদ্ধা। আমার বিশ্বাস, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

উল্লেখ্য, রুক্মিণী কলকাতার সিনেমার জনপ্রিয় একজন অভিনেত্রী। ক্যারিয়ারে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী এবং তার কাজের সিকৃতিস্বরূপ পেয়েছেন মানুষের ভালোবাসা এবং সম্মান সেই সাথে জনপ্রিয়তার শীর্ষে চলে গিয়েছেন তিনি।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments