এবার খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন এক ক্রিকেটার তার নাম বসন্ত।মূলত এই ঘটনাটি ঘটেছে ভারতের আহমেদাবাদের কাছে একটি স্থানীয় প্রতিযোগিতায়। ওই ক্রিকেটার গুজরাটের পণ্য ও পরিষেবা কর বিভাগের একজন কর্মচারী ছিলেন। বোলিং করার সময় হৃদরোগে আক্রান্ত হন ৩৪ বছর বয়সী বসন্ত রাঠোর। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আনন্দবাজার
গুজরাট, ভারতের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) কর্মী বসন্তের ক্রিকেট ছিল জীবন। সেই ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বসন্ত আহমেদাবাদের একটি ডেন্টাল কলেজ মাঠে স্থানীয় ক্রিকেট ম্যাচ খেলছিলেন।
স্প্রিং বল বোলিং করতে গিয়ে প্রথমে অস্বস্তি বোধ করেন এই অলরাউন্ডার। এরপর তার বুকে ব্যথা শুরু হয়। সতীর্থ ও সংগঠকরা প্রথমে তাকে ডেন্টাল কলেজে নিয়ে যান। বসন্তের শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমতে থাকায় পরে তাকে স্থানীয় সোলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি এই অলরাউন্ডারকে। হাসপাতালে মারা যান বসন্ত। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
উল্লেখ্য, ক্রিকেটের মাঠে খোলোয়ারের না ফেরার দেশে যাওয়ার ঘটনা নতুন কিছু নয় এর আগেও অনেক দুর্ঘটনা ঘটেছে খেলার মাঠে এবং না ফেরার দেশে চলে গেছে খেলোয়াড় এবার দেখা গেলো ভারতেও এমন একটি ঘটনা ঘটে গেল