সম্প্রতি হয়েগিয়েছে আওয়ামীলীগের কমিটি নির্বাচন।এবং এই নির্বাচনের মধ্য দিয়ে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন কমিটিতে শেখ হাসিনার সঙ্গে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন ওবায়দুল কাদের।এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রবাসী লেখক খোমেনী এহসান। নিচে সেটি তুলে ধরা হল-
লীগের কমিটি নিপীড়নের ইঙ্গিতবাহী
আওয়ামী লীগের নতুন কমিটিতে হাসিনা সভানেত্রী ও কাদের সেক্রেটারি হিসাবে পুনঃনির্বাচিত হলেও এতে একটা বড় ইঙ্গিত আছে, সেটি হলো লীগ আগামীতেও একতরফা নির্বাচন করতে বদ্ধপরিকর এবং এজন্য আগের মতোই তারা নিপীড়ন চালাবে।
এই ইঙ্গিতের মূলে আছে কাদেরের সেক্রেটারি থাকার কারণে, এম্নিতে টানা তৃতীয়বার সেক্রেটারি থাকার নজির নাই, তার ওপর এবার কাদেরের বদলে চীনপন্থী সেক্রেটারি হওয়ারই কথা, কিন্তু তিনি থাকার মানে হলো চীনের পাশাপাশি ভারতকেও পাশে পাবেন হাসিনা, সেক্ষেত্রে বিরোধীদের নিপীড়নের আশঙ্কা বাড়বে বৈকি।