Friday, March 24, 2023
বাড়িEntertainmentনায়কের কোলে উঠে অনাকাঙ্খিত ঘটনার শিকার অপু বিশ্বাস, বললেন বোন হিসেবে অনুরোধ...

নায়কের কোলে উঠে অনাকাঙ্খিত ঘটনার শিকার অপু বিশ্বাস, বললেন বোন হিসেবে অনুরোধ এই ভিডিও কেউ ছাড়বেন না

Ads

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বিভিন্ন সময় থাকেন আলোচনায় এবং অভিনয়ের থেকে তার ব্যাক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা হয়ে থাকে এবারেও তেমনি একটা ঘটনা ঘটেছে এবং ব্যাক্তিগত বিষয়ের কথা ভেবে অপু নিজেই সেই বিষয়টি সবাইকে চেপে যাওয়ার জন্য অনুরোধ করেছেন

গানের তালে মঞ্চ কাঁপিয়ে দিচ্ছিলেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। নাচ শেষে অপুকে কোলে নেওয়ার চেষ্টা করেন নায়ক নীরব হোসেন।

সাথে সাথে দুজনেই উলটে পড়ে যায়। সেই সঙ্গে মঞ্চে থাকা কয়েকজনের সহায়তায় নিজেদের সামলে নিয়ে বাকি পরিবেশনা শেষ করেন।

শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। দর্শকরা এই ঘটনার জন্য অপ্রস্তুত ছিল।

তবে পতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন অপু বিশ্বাস।

তিনি বলেন, আমি একজন অভিনেত্রী এবং আপনার বোন হিসাবে অনুরোধ করব, কারণ আমরা দুজনেই স্টেজে পারফর্ম করার সময় স্ক্যাটের কারণে পড়ে গিয়েছিলাম। আমাদের একটা অবস্থান আছে, ভালোবাসার মানুষ আছে। বিনীতভাবে অনুরোধ করছি, এই জায়গার ভিডিও কেউ ছেড়ে দেবেন না।

উল্লেখ্য, ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। ক্যারিয়ারের অনেকটা সময় ধরে তিনি জনপ্রিয়তা ধরে রেখেছেন তার কাজে মাধ্যমে তবে শাকিব খানকে বিয়ের পর থেকে তার ব্যাক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments