লুসাইল স্টেডিয়াম এ অনুষ্ঠিত হয়ে গিয়েছে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর।আর্জেন্টিনার আর ফ্রান্স এর মধ্যকার খেলায় টাইব্রেকার শেষে সবার চোখ ছিল লিওনেল মেসির দিকে। তবে লুসিল স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টিনার এক নারী দর্শকও নজর কেড়েছেন। আর্জেন্টিনার শিরোপা উদযাপনে জামাকাপড় খুলে বক্ষ দেখিয়েছেন তিনি। মুসলিম অধ্যুষিত কাতারে এমন শাস্তিযোগ্য অপরাধ করার জন্য ওই নারী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের অনলাইন সাইট ইন্ডি-হান্ড্রেড।
ইন্ডি-হান্ড্রেডের খবরে বলা হয়েছে, অর্জেন্টাইন নারী মেসির জয় উদযাপন করলেন অর্ধনগ্ন হয়ে। কাতারি পুলিশ ওই নারীকে কারাগারে পাঠিয়েছে। দর্শকদের এমন আচরণ নতুন নয়। ২০১৮ বিশ্বকাপে স্পেনকে হারিয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছিল রাশিয়া।
গ্রুপ পর্বের ওই ম্যাচে নিজ দেশের জয়ের খুশিতে পোশাক খুলে মাঠে নেমেছিলেন বিখ্যাত রাশিয়ান মডেল মারিয়া লিমান।
রাশিয়ায় অস্বাভাবিক না হলেও রক্ষণশীল দেশ কাতারে এটি একটি সাধারণ অপরাধ। যেখানে পোশাকের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে কাতারি সংস্কৃতিকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে ফিফা।
আয়োজক দেশ কাতার নারী দর্শকদের খোলামেলা পোশাক পরতে নিরউৎসাহিত করেছে। কাতারি সরকার বিদেশি নারী সমর্থকদের অন্তত কাঁধ থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখার নির্দেশ দিয়েছে।
শুধু নারীদের জন্য নয়, পুরুষ দর্শকদের জন্যও একটি ড্রেস কোড ছিল।
পুরুষ দর্শকদের স্টেডিয়ামে বা জনসমক্ষে পোশাক খুলে হাঁটতে দেওয়া হবে না। কাতারে অন্তত হাতাবিহীন টি-শার্ট আইন করা হয়েছে।
কাতার সরকার বলেছে যে এটি লঙ্ঘন করলে ২৪০০ পাউন্ড বা প্রায় ৩ লাখ টাকা জরিমানা দিতে হবে।
কাতারে পোশাকে নিষেধাজ্ঞা থাকলেও আর্জেন্টিনার নারী সমর্থকদের আচরণের প্রশংসা করেছেন অনেকেই। “আমি তাকে দেখেছি,” একজন প্রত্যক্ষদর্শী ইন্ডি-হান্ড্রেডকে বলেছেন। খুব সাহসী! তাকে গ্রেফতার করা হবে।
যদিও সে বিষয়টিকে পাত্তা দেয় না। দ্য সান জানিয়েছে, স্টেডিয়াম ছাড়ার পর ওই মহিলাকে দেখা যায়নি।
তিনি পুলিশের হেফাজতে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সান অনুসারে, এই মহিলা মোটা জরিমানা দিয়ে হজত বাস এড়াতে পারেন।
উল্লেখ্য, এবারের কাটার বিশ্বকাপে দেখা গিয়েছে দেশটি নানা নিয়ম করেছে ফুটবল প্রেমীদের জন্য বিশেষ করে নারী সমর্থকদের জন্য দেখা গিয়েছে নানা নিয়ম । খোলামেলা পোশাক পরিধানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।