বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন এর পুত্র সোহেল তাজকে নিয়ে রাজনীতিতে বেশ আলোচনা সমালোচনা বিভিন্ন সময় উঠে আসে বিশেষ করে তিনি রাজনীতিতে এসেও কেন চলে গেলেন এবং হঠাৎ আবার কেনাইবা রাজনীতিতে আসতে যাচ্ছেন, সোহেল তাজের বিষয়ে এবার একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক আব্দুল হাই সঞ্জু ,নিচে সেটি তুলে ধরা হল-
সোহেল তাজ অনেক দিন ধরে বডি বিল্ডিং করতেসে।
ওরে একটা সুযোগ দেয়া যায়না?
সোহেল তাজের বিশ্বাস, তাঁর বাবা তাজ উদ্দিন আহমেদের ব্র্যান্ডিং ঠিক মতো হচ্ছে না।
শেখ হাসিনা যত দিন উপ্রে আছে, ততোদিন এই কাজ সম্ভবও হবেনা।
এই কারণে সোহেল তাজকে টপ পজিশন দিতে হবে, শেখ হাসিনার নীচে দিলে হবেনা।
আমি শিউর, গোপন ভোট হলে তাপস-পরশ-শেখ সেলিমদের চেয়ে বেশী ভোট পাবে সোহেল তাজ।