ক্রিকেট থেকে রাজনীতিতে গিয়েছেন এমন অনেকেই রয়েছে, এমনকি প্রধানমন্ত্রীও হয়েছেন ক্রিকেট থেকে গিয়ে। পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট তারকা ওহাব রিয়াজও এবার নামছেন রানীতিতে। বাহাতি এই পেসার এখনো ক্রিকেট ছাড়েননি। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন তিনি । এরই মধ্যে পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী নিয়োগ করা হয়েছে।
ক্রীড়া ব্যক্তিত্বরা দীর্ঘদিন ধরে বলে আসছেন প্রশাসনে ক্রীড়াঙ্গনের লোক আসা উচিত। ওয়াহাব রিয়াজ খেলার মাঠের মানুষ। দেশের ক্রীড়াঙ্গন, অবকাঠামো কী অবস্থা তা একজন ক্রীড়াবিদই বুঝতে পারেন। এক্ষেত্রেও ধারণা করা যায় ওয়াহাব রিয়াজ তার কাজ সঠিকভাবে পালন করবেন।
যদিও এখনো পুরোপুরি কাজ শুরু করেননি তিনি। আর ওয়াহাব রিয়াজ ফুলটাইম কাজ শুরু করলেও বেশি সময় পাবেন না। তার হাতে আছে মাত্র তিন থেকে চার মাস। বাংলাদেশ থেকে দেশে ফিরে তিনি শপথ নেবেন বলে জানা গেছে।
পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলেন ওয়াহাব। এ বছরও দলে জায়গা পেয়েছেন তিনি। ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেও তিনি পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমিরের হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানা গেছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নকভি বলেছেন, বিধানসভা নির্বাচন পর্যন্ত ওয়াহাব রিয়াজ ক্রীড়ামন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন। আগামী তিন-চার মাসের মধ্যে পাঞ্জাব প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার ওহাব রিয়াজ। ক্যারিয়ারে অসংখ ম্যাচ খেলেছেন তিনি এবং তার দুর্ধর্ষ বোলিং এর জন্য পেয়েছেন ব্যাপক প্রশংসা। তবে তিনি এবার ক্রিকেটের পাশাপাশি নিজেকে রাজনীতিতে মনোনিবেশ করছেন।