Thursday, March 23, 2023
বাড়িSports‘খুনের আসামি জেনেও আরাভের ডাকে দুবাই গেছেন সাকিব’

‘খুনের আসামি জেনেও আরাভের ডাকে দুবাই গেছেন সাকিব’

Ads

দুবাইয়ে সোনার দোকান উদ্বধনে গিয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট তারকা সাকিব আল হাসান তবে তিনি সেখানে যাওয়ার পর সেই দোকানের মালিককে নিয়ে নতুন এক তথ্য প্রশ পাওয়ার পর নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি হয়েও আরাব খানের ডাকে দুবাই গেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, স্বর্ণের দোকানের মালিক আরভ খানকে হত্যার অভিযুক্ত সাকিব আল হাসানকে পুলিশ জানিয়েছে। কেন তিনি দুবাই গেলেন?

ডিবি প্রধান বলেন, তদন্তের স্বার্থে ক্রিকেটার সাকিব আল হাসান ও ইউটিউবার হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

হারুন অর রশিদ জানান, পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি আরভ খান ওরফে রবিউল ইসলাম ভুয়া আসামিকে কারাগারে রেখে পালিয়ে যায়। পরে ডিবির তদন্তে ভুয়া আসামির মামলাটি সামনে আসে। এরই মধ্যে প্রধান আসামি দুবাইয়ের স্বর্ণের দোকানের মালিক আরভ খান ভারতে পালিয়ে যায়। সেখান থেকে ভারতীয় পাসপোর্টে দুবাই যান। আরাভ একজন খুনি, যেমনটি মিডিয়ায় বহুবার বলা হয়েছে। এরপর হত্যা মামলার আসামিদের আমন্ত্রণে শাকিবসহ অন্য তারকারা দুবাই গিয়ে তার স্বর্ণের দোকান উদ্বোধনে অংশ নেন।

তিনি বলেন, আরাভ খানের বিরুদ্ধে ১২টি ওয়ারেন্ট রয়েছে। আমরা ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলব এবং ইন্টারপোলের সহায়তায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি ব্যবস্থা নেব।

উল্লেখ্য, গত বুধবার দুবাইয়ের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আরভ জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।সেই সাথে বিনোদন জগতের অনেক তারকারা গিয়েছেন সেখানে । একই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মঞ্চ মাতিয়েছেন হিরো আলম।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments