Thursday, March 23, 2023
বাড়িopinion২৬বছর বয়সে ৩৫টা পুরুষকে যিনি ঘোল খাইয়েছেন,তিনি একটু খোলামেলা হবেন আশা করা...

২৬বছর বয়সে ৩৫টা পুরুষকে যিনি ঘোল খাইয়েছেন,তিনি একটু খোলামেলা হবেন আশা করা যায়: রকিব

Ads

বর্তমানে নির্বাসিত লেখিকা জান্নাতুন নাঈম প্রীতির একটি বই প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তাই নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা এবং সেই সাথে এই বিষয়টিকে অনেকে আবার ইতিবাচক হিসেবে দেখছেন ,সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গে একটি স্টাস্টাস দিয়েছেন লেখক রকিব হক। নিচে সেটি তুলে ধরা হল –

অাত্বকথন,অাত্মচরিত,জীবনীগ্রন্থ,বায়োগ্রাফি,ডায়েরি লিখলে কেউ কি লিখবে?তিনি যা কিছুর সামনা-সামনি হয়েছেন বা যেভাবে পৃথিবীটা দেখেছেন সেটাই। যৌনজীবন তো পরে,লিখেছেন বাকস্বাধীনতা, পুরুষতান্ত্রিক সমাজ,মৌলবাদ,মানবাধিকার,রাষ্ট্রীয় শোষনের মতো সামগ্রিক বিষয় নিয়ে,এবং এসবগুলোর যেমন ছবি তিনি প্রত্যক্ষ করেছেন তেমন ছবিই এঁকেছেন তার লেখনীতে।নির্বাসিত বলেই হয়তো অকপটে কিছু সত্য উচ্চারণে অাবেগী হয়েছেন।২৬বছর বয়সে ৩৫টা পুরুষকে যিনি ঘোল খাইয়েছেন,তিনি একটু প্রথাবিরোধী,খোলামেলা, অাবেগী এবং সাহসী হবেন এতোটুকু তো অাশা করায় যায়

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments