কানাডার বেগমপাড়ায় বাংলাদেশিদের বাড়ি কেনার কথা সকলেরই জানা তবে কানাডার পরে এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাড়ি কেনার শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। দুবাই নথি এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জুন ২০২০ -২০২১ এর মধ্যে, বাংলাদেশিরা জমি এবং বাড়ি কেনার জন্য ১২.৩ মিলিয়ন দিরহাম বা ২৮৮ মিলিয়ন রুপি বিনিয়োগ করেছে।
জানা গেছে, বাংলাদেশিরা দুবাইভিত্তিক ২০টি হাউজিং কোম্পানির ৩০ জন এজেন্টের মাধ্যমে জমি ও বাড়ি ক্রয় করছেন। বৈধ পথে এসব টাকা বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ না থাকায় দেশের বেশ কয়েকটি পত্রিকায় এ খবরও প্রকাশিত হয়। তবে দুবাইতে ১ কোটি টাকা বিনিয়োগে গোল্ডেন ভিসার সুবিধা থাকায় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও আমলারাও জমি ও বাড়ি কেনার দৌড়ে নেমেছেন।
বিশ্লেষকরা মনে করেন, করোনা মহামারীর খারাপ সময়েও কিছু অসাধু ব্যক্তি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে বিদেশে পাঠিয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের অনেকেই দেখা যায় অনেকেই বিদেশে বাড়ি কিনে থাকেন বিশেষ করে কানাডাতে দেখা যায় এই সংখ্যা বেশি। তবে এবার দেখা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাড়ি কেনার শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা।