Thursday, March 23, 2023
বাড়িConutrywideনারী দিবসে সুবর্ণাকে স্বীকৃতি দিয়েছেন ব্যারিস্টার সুমন

নারী দিবসে সুবর্ণাকে স্বীকৃতি দিয়েছেন ব্যারিস্টার সুমন

Ads

ব্যারিস্টার সুমন বাংলাদেশের আলোচিত একজন ব্যাক্তিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কর্মকান্ডের মাধ্যমেই তিনি আলোচনায় আসেন মাঝে মধ্যে তবে এবার নারী দিবসে তিনি আবারো একটি কারনে এসেছেন আলোচনায়। নারী দিবসে সুবর্ণাকে মেয়ের স্বীকৃতি দিয়েছেন ব্যারিস্টার সুমন

বুধবার (৮ মার্চ) ঢাকার কলা বাগানে নিজের চেম্বার থেকে ফেসবুক লাইভে এ তথ্য জানান সুমন।

এছাড়া ব্যারিস্টার সুমন সুবর্ণা বিকেএসপিতে ভর্তি ও এক বছরের খরচ বাবদ এক লাখ টাকা পরিবারের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেন।

সুমন লাইভে বলেন, মিডিয়ায় দেখছি সুবর্ণা বিকেএসপিতে ভর্তি হতে পারছে না কারণ তার ভ্যান চালক বাবা ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার পরও টাকা জোগাড় করতে পারছেন না। বিকেএসপিতে ভর্তি হতে প্রায় ২৩ হাজার টাকা লাগে। এই ২৩ হাজার টাকা এবং পরে অনেক টাকা খরচ হয়। এ কারণে সুবর্ণা ভর্তি হতে পারেনি। আমি আগেই ঘোষণা করেছিলাম যে সুবর্ণার ভর্তির জন্য প্রয়োজনীয় সমস্ত টাকা আমি পরিশোধ করব এবং আগামী এক বছরের জন্য প্রতি মাসে ৫০০০ টাকা দেব। আজ সেই টাকা ট্রান্সফার করলাম।

“সুবর্ণার দায়িত্ব নিয়ে আমি যে বার্তা দিতে চাই, একজন সুবর্ণার দায়িত্ব দিয়ে বাংলাদেশকে বাঁচানো যাবে না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরকম শত শত সুবর্ণা খাতুন আছে। আমার কথা হলো বাংলাদেশে অনেক ধনী মানুষ আছে। যদি সবাই সুবর্ণার দায়িত্ব নিত, তাহলে অনেক কষ্ট কমে যেত।

ব্যারিস্টার সুমনের সঙ্গে লাইভে থাকা সুবর্ণা বলেন, ‘আমার স্বপ্ন আমি শিগগিরই একজন মানবিক হয়ে উঠব। অলিম্পিক গেমসে স্বর্ণপদক জিতে দেশের মানুষকে দেখাব, আমিও করতে পারি।

সুবর্ণার বাবা বলেন, ‘আমার তিন মেয়ে। এই মেয়ে খেলাধুলায় ভালো। দোয়া করি আমার মেয়ে যেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে।

ব্যারিস্টার সুমন এ সময় ‘মেয়ে হিসেবে সুবর্ণার স্বীকৃতি’ বলেন, সুবর্ণাকে তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব। সব মিলিয়ে সোনার বাংলা করাই আমার লক্ষ্য। অর্থের অভাবে কোনো মানুষ যেন পড়ে না যায়। অনেক কষ্টে এই পর্যায়ে এসেছি। এ কারণে আমি হৃদয় থেকে সুবর্ণার কষ্ট অনুভব করতে পারি। আশা করি সুবর্ণা একদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেতৃত্ব দেবেন। আমার মেয়ের ভালো কাজে যেমন আমি গর্বিত হব, তেমনি সুবর্ণা ভালো কিছু করলে আমি গর্বিত হব। আমি যেন জৈবিক বাবা না হয়েও সুবর্ণার বাবার দায়িত্ব পালন করতে পারি। দেশবাসীর কাছে এই দোয়া কামনা করছি।

উল্লেখ্য, বিভিন্ন সময় দেখা যায় নানা জনকল্যাণমুখী কাজ করে থাকেন ব্যারিস্টার সুমন এবং তার এই সকল কর্মকান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরী করে থাকে। তারই ধারাবাহিকতায় এবার নারী দিবসে সুবর্ণাকে মেয়ের স্বীকৃতি দিলেন তিনি

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments