Thursday, March 23, 2023
বাড়িConutrywideরংপুরে মৃত নারীর কবর থেকে টেনে বের করা হলো সফিকুলকে

রংপুরে মৃত নারীর কবর থেকে টেনে বের করা হলো সফিকুলকে

Ads

এবার রংপুরে কাউনিয়াতে ঘটেছে অবাক করা একটি ঘটনা সেখানে কবরস্থানে এক নারীর কবর থেকে এক যুবককে বের করা হয়েছে। ঘটনা সূত্রে জানা গিয়েছে কবরস্থানে না ফেরার দেশে যাওয়া নারীর কবর থেকে সফিকুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।পরে পুলিশ গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায়। ঘটনাটি ঘটেছে রংপুরের কাউনিয়া উপজেলার জয়বাংলা বাজার এলাকার সরকারি কবরস্থানে। গ্রেফতারকৃত সফিকুল ইসলাম উপজেলার হারাগাছ পৌর এলাকার ধুমেরকুঠি পশ্চিমপাড়া গ্রামের আবুজার ছেলে। শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার (ওসি) রেজাউল কারী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৩ মার্চ) ভোরে সরকারি কবরস্থানে এক নারীর কবরের একপাশে মাটি খুঁড়তে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় আইনজীবীদের সহায়তায় এক নারীর কবর থেকে সফিকুল ইসলামকে উদ্ধার করে।

এদিকে কবর থেকে যুবককে আটকের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সমাধিস্থলে ভিড় জমায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দিলে পুলিশ শফিকুলকে আটক করে থানায় নিয়ে আসে।

সরাই ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম জানান, শুক্রবার (৩ মার্চ) সকালে স্বজনরা কবর জিয়ারত করতে গেলে লোকজনের আওয়াজ শুনতে পান। পরে ওই নারীর স্বজনরা কবরস্থানে গিয়ে ওই যুবককে কবরের ভেতরে লাশের পাশে বসে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেয়।

এদিকে এই ঘটনা নিয়ে বেশ চাঞ্চল্য তৈরী হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ঘটনাটি নিয়ে কৌতুহূল প্রকাশ করেছে। এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার (ওসি) রেজাউল করিম বলেন, সফিকুল ইসলাম কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কবরস্থানে অনুপ্রবেশের মাধ্যমে ধর্মীয় অনুভূতি অবমাননা ও অসম্মান করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। আটক সফিকুল এলাকায় বাউরা নামে পরিচিত। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments