ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৫ তম বিসিএস এর মাধ্যমে শেখ মেহেদীকে নিয়োগ দিয়েছিল তবে সেই কর্মকতরাই পরবর্তীতে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে খারাপ কথা বলেছিল। এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাফি মোহাম্মদ খান। নিচে সেটি তুলে ধরা হল-
ম্যাডামকে ধাক্কা মারা পুলিশকে নিয়োগ দিয়েছিল বিএনপির আমলে খুলনার বিএনপির বর্তমান ইজাদাররা।
খুলনার তেরখাদায় বাড়ী পুলিশের কর্মকর্তা শেখ মেহেদী ক্যান্টনমেন্ট বাসা থেকে ম্যাডামকে খারাপ কথা বলেছিল, ম্যাডামের সাথে বেয়াদবি করেছিল।
এই শেখ মেহেদীকে বিএনপি আমলে আমাদের খুলনার রত্নরা ২৫ তম বিসিএসে নিয়োগ দিয়েছিল আমাগো বিএনপির খুলনার নাপিতেরা।
এই মেহেদীর আপন ভাই শেখ মারুফ যিনি additional IGP হিসেবে কিছুদিন আগে retirement এ গিয়েছে, তাকেও আমাগো বিএনপির আমলে পুলিশ সুপার ( রাংগামাটি জেলা) নিয়োগ দিয়েছিলেন।
বিএনপির জোম এই মেহেদীকে চিনেনা এমন কেউ বিএনপিতে নাই।
১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার বিচার যদি শেখ হাসিনা ওয়াজেদ ২০০৮ সালে ক্ষমতায় এসে সম্পন্ন করতে পারে, তাহলে ২০০১-২০০৬ সালে বিএনপি যারা গিলে খেয়েছে তাদের বিচার ২০২৩ সালেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানও করতে পারবেন, ইনশাআল্লাহ।