Friday, March 24, 2023
বাড়িlaw/courtবিএনপির নালিশ, প্রধান বিচারপতি বলেছেন কিছু করার নাই : অ্যাটর্নি জেনারেল

বিএনপির নালিশ, প্রধান বিচারপতি বলেছেন কিছু করার নাই : অ্যাটর্নি জেনারেল

Ads

এবার বিএনপির নালিশ নিয়ে অ্যাটর্নি জেনারেল জানালেন প্রধান বিচারপতি বলেছেন কিছু করার নাই।মূলত
ভোটকেন্দ্রে না গিয়ে আপিল বিভাগের প্রধান বিচারপতির সামনে আদালত চলাকালে গতকালের ঘটনা তুলে ধরেন বিএনপি সমর্থকরা। এরপর আপিল বিভাগের শুনানি মুলতবি চলাকালে একান্ত কক্ষে তাদের সঙ্গে দেখা করেন প্রধান বিচারপতি। এ সময় সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল গতকালের (১৫ মার্চ) ঘটনা আপিল বিভাগের প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করেন।

এরপর প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দানকে ডেকে কথা বলেন। পরে বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি যা বলেছেন তা সাংবাদিকদের তিনি জানান।

আমিন উদ্দিন বলেন, প্রধান বিচারপতি বলেন, যেহেতু এটা বারের (বার অ্যাসোসিয়েশন) বিষয় তাই এখানে আমার কিছু করার নেই। প্রধান বিচারপতি বলেন, আপনারা যারা বারের আইনজীবী, বারের সিনিয়রদের সঙ্গে কথা বলে বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করুন। পরিবেশ ঠিক রাখার চেষ্টা করুন।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, উভয় পক্ষকে সমানভাবে দায়িত্ব নিতে হবে। এক পক্ষ ব্যালট পেপার চুরি করলে অন্য দল বাধা দেবে। তাহলে অবশ্যই পরিবেশ ঠিক থাকবে না। এখানে কে দায়ী? বিএনপি শুরু থেকেই নির্বাচনে আসতে চায়নি। ভোটের আগের রাতে ব্যালট পেপার ছিনতাই ও ছিঁড়ে ফেলা হয়।

উল্লেখ্য, নির্বাচনের দ্বিতীয় দিন আজ সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিএনপিপন্থী আইনজীবীরা সকালে নির্বাচনের জন্য একটি উপ-কমিটি গঠন করে এবং নতুন করে নির্বাচনের দাবিতে স্লোগান ও বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে পুলিশি পাহারায় ভোট গ্রহণে সোচ্চার হতে দেখা যায় আওয়ামী সমর্থকদের। আওয়ামীপন্থী আইনজীবীদেরও বিএনপি-জামায়াত বিরোধী স্লোগান দিতে দেখা যায়।

 

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments