এবার রাজধানী ঢাকার আগারগাঁও মেট্রোরেল স্টেশনে না ফেরার দেশে চলে গিয়েছেন একজন রিকশাচালক। তবে কি কারনে বা কিভাবে তিনি না ফেরার দেশে চলে গেলেন তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। শেরেবাংলা থানার এসআই মনসুর আলী গণমাধ্যমকে জানান, বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটে ওই ব্যক্তির মৃত্যু হয়।
শেরেবাংলা থানার এসআই জানান, রিকশাচালক শাহবুদ্দিনের মৃত্যু স্বাভাবিক বলে মনে হচ্ছে। তিনি ভাড়া নিয়ে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে নেমে আসেন। তিনি যাত্রীকে নামিয়ে স্টেশনের নিচে বসলেন। পরে ওই অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাকে শাহবুদ্দিনের ছেলে এনামুল হকের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, জানা গেছে আগারগাঁয়ে না ফেরার দেশে চলে যাওয়া সেই ব্যাক্তির নাম শাহবুদ্দিন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। শাহবুদ্দিন দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় রিকশা চালাতেন বলে জানান তার ছেলে এনামুল হক।