Thursday, March 23, 2023
বাড়িEntertainmentসত্য কখনো মোছা যায়না, শাবানাকে নিয়ে নিজের গোপন অভিযোগ ফাঁস করে দিলেন...

সত্য কখনো মোছা যায়না, শাবানাকে নিয়ে নিজের গোপন অভিযোগ ফাঁস করে দিলেন অঞ্জনা

Ads

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবানা। দীর্ঘবছর ধরে তিনি বাংলা সিনেমাতে কাজ করার সুবাদে জনপ্রিয়তা পেয়েছেন।তবে তার বিরুধ্যে এবার গুরুতর একটি অভিযোগ এনেছেন বাংলা চলচ্চিত্রের আরেক জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা।

‘ছুটির ঘন্টা’ দেশের অন্যতম সফল সিনেমা। ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন শাবানা। এই সিনেমা নিয়ে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা। রবিবার (৫ ফেব্রুয়ারি) অঞ্জনা তার সোশ্যাল মিডিয়ায় ‘ছুটির জান’ ছবির মহরতের একটি ছবি পোস্ট করেন।

‘হলিডে বেল’ সিনেমার মহরতের একটি ছবি পোস্ট করে অঞ্জনা লিখেছেন, “হ্যাপি মহরতে বিখ্যাত সিনেমা ‘হলিডে বেল’ থেকে, আমি এবং নায়করাজ রাজ্জাক ভাই এবং গাজী মাজহারুল আনোয়ার ভাই, আজিজুর রহমান ভাই।” শাবানা আপা চলচ্চিত্র রাজনীতি করেছেন এবং ৪ দিন শুটিং করার পর আমার কাছ থেকে ছবিটি কেড়ে নিয়েছেন।

অভিনেত্রী লিখেছেন, কিন্তু এই ছবির প্রযোজক সত্য সাহা দাদা আমাকে দেওয়া সাইনিং মানি ফেরত না নিয়ে তাঁর প্রযোজিত পরবর্তী ছবি ‘গুনাইবিবি’-তে সমন্বয় করেছেন। ইতিহাস কেউ কখনো মুছে দিতে পারবে না। ‘ছুটি’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী সুমন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, শাবানা, সুজাতা, শওকত আকবর, এটিএম শামসুজ্জামান প্রমুখ।

অঞ্জনার পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী লিখেছেন, ‘কোহিনূর’ ছবির একদিন শুটিং শেষ করে বাদ পড়েন ববিতা ম্যাডাম। পরের দিন সেই ছবিতে অভিনয় করলেন শাবানা ম্যাডাম। বাকিটা বুঝুন।’ অভিনেত্রী মুনমুন লিখেছেন, ‘চলচ্চিত্রের রাজনীতি আগেও করা হতো, কিন্তু যারা এই কাজটা বেশি করেছে, তারা ভালো মানুষের মর্যাদা পেয়েছে।’

উল্লেখ্য, বাংলাদেশের সিনেমাঙ্গনে প্রবীণ অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন তাদের অনেকেই এখন সিনেমায় নিয়মিত নেই এবং সেই সাথে দেখা যায় অনেকে নিজেদের পরিবার নিয়েই এখন সময় কাটাচ্ছেন তাদের মোহে একজন হচ্ছেন অভিনেত্রী শাবানা।

 

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments