Friday, March 24, 2023
বাড়িopinionসার্টিফিকেট জালিয়াতি একটি গুরুতর অপরাধ, শেখ হাসিনার ডিগ্রী পাশের সার্টিফিকেট ও জাল...

সার্টিফিকেট জালিয়াতি একটি গুরুতর অপরাধ, শেখ হাসিনার ডিগ্রী পাশের সার্টিফিকেট ও জাল : শোয়েব

Ads

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি বিরূপ মন্তব্য করেছেন যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক আহমেদ শোয়েব। নিচে সেটি তুলে ধরা হল –

সার্টিফিকেট জালিয়াতি একটি গুরুতর অপরাধ, হাসিনা যে সব বিষয়ে মহা জালিয়াত তাতে কোন সন্দেহ নাই। হাসিনার ডিগ্রী পাশের সার্টিফিকেট ও জাল।
“খালেদা জিয়া মেট্রিক ফেল। জিয়া পাশ। এটা তো সমস্যা না। জিয়া ঘোষণা দিয়েছেন। খালেদা তিন বার প্রধানমন্ত্রীও হয়েছেন। সমস্যা অন্য জায়গায়।

কিন্তু আমিও সমস্যায় পড়ে গেলাম! ১৯৭৯ আমার একটি সনদে লেখা DACCA কিন্তু ১৯৮২ আমার আরেকটি সনদে লেখা DHAKA! আমিও কি মেট্রিক ফেল?😘 কারণ ১৯৭৩ সালে বা এর আগে ও ১৯৮২ পর্যন্ত ঢাকার ইংরেজি বানান লেখা হতো DACCA. ১৯৮২ সালের দিকে এরশাদ আইন করে বানান Dhaka করে দিয়েছিল।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস ১৯৭৫ সালে সনদ দিয়ে থাকলে University Dacca লেখা থাকতো, University of Dhaka নয়। নীলক্ষেতের কথা অবশ্য আলাদা।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments