সম্প্রতি রাজনীতির মাঠে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিনপি। হাজার নেতাকর্মীর সমাগম ঘটছে প্রতিনিয়ত এবং সমাবেশে নেতারা সুস্থ নির্বাচনের দাবি করছে। তবে সবথেকে বেশি গণজোয়ার দেখা যাচ্ছে চট্রগ্রামে।সম্প্রতি বিএনপির এই সমাবেশে জনসমাগম নিয়ে বিরূপমন্তব্য করেছেন নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান। এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে লেখক রাশেদ খান। নিচে সেটি তুলে ধরা হল-
মজার একটা কথা বলি, নারায়নগঞ্জের এক ফাঁফরবাজ নেতার নাম দিছিলাম “বোরকা শামীম”। একদিন সকালে মেয়েরে নিয়া স্কুলে গেছি আর দেখি অভিভাবকদের ওয়েটিং রুমে একজন অভিভাবক মোবাইলে শামীম ওসমান আর রুমিন ফারহানার টকশো দেখছেন।
পাশে বসা আরেকজন অভিভাবক শামীম ওসমানের বক্তব্য শুনে হেহেহে করে হেসে বলে উঠলেন
-উনারে তো মানুষ “বোরকা শামীম” ডাকে।
তো ঘটনা হইতাসে সেই বউয়ের বোরকা পরে বর্ডার ক্রস করে ইন্ডিয়া হয়ে আমেরিকা পালিয়ে যাওয়া বোরকা শামীম কইছে, আজকে চট্রগ্রামে বিএনপির সমাবেশে নাকি মানুষ হইসে ৫ থেকে ১০ হাজার!
এরা যে কি পরিমাণ আতংকিত হয়ে আছে তা এদের পাগলের প্রলাপ দেখলে বুঝা যায়।
এত কিছু তো দরকার নাই বোরকা ভাই, নিরপেক্ষ সরকারের অধীনে ফেয়ার ইলেকশন দিতে বলেন আপনার নেত্রীরে।
চ্যালেঞ্জ কইরা বললাম বেগম খালেদা জিয়ার সহকারী ফাতেমা আপারে যদি আপনার বিপক্ষে প্রার্থী হিসাবে দেয়া হয়,তার কাছেও জামানত হারাইবেন। তবে এবার কিন্তু বোরকা পিন্দাও পালাইতে পারবেন না।
জনগণ বাঁশ হাতে বর্ডার পাহারা দিবে।।