সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে প্রায় সময় না ফেরার দেশে চলে যায় অনেক বাংলাদেশী মানুষেরা। এই সীমান্তে হত্যা বন্ধে নানা আলোচনা করেও কোনো ফায়দা হয়নি একের পর এক ঘটনা ঘটেছে এই সীমান্তে হত্যা নিয়ে এই প্রসঙ্গে এবার একটি স্ট্যাটাস দিয়েছে লেখক জীন কফিল। তার স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হল-
মার্কিন রাস্ট্রদূত আজাদ কাশ্মীর সফর করে একে মুক্ত অঞ্চল বলছে। এবং যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এফ -১৬ এর জন্য আপগ্রেডেশন প্যাকেজে সম্মতি প্রদান্ করছে।
অপরদিকে আজকে চীনা রাস্ট্রদূত তিস্তা মহাপরিকল্পনা সামনে রেখে তিস্তা ব্যারেজ অঞ্চল পরিদর্শন করছেন বাংলাদেশ সরকারের অনুরোধে। বিপরীতে ভারত আজ সীমান্তে দুইজন বাংলাদেশীকে গুলি করে হত্যা করছে।
ভারতের স্ট্র্যাটেজি আগের মতই আছে।
বাইডেন প্রশাসনের একপ্রকার মৌন সম্মতি ছাড়া এদুইটা ঘটনাই ঘটার সম্ভাবনা ক্ষীন। ইন্ডিয়ার উপর কিছু চাপ আসতে যাচ্ছে ফর শিওর